NOW READING:
Manchester United New Manager: ঐতিহ্যের ক্লাব আজ লিগে ১৪ নম্বরে! এই পর্তুগিজকে এবার দায়িত্ব দিল ম্যান ইউ
November 1, 2024

Manchester United New Manager: ঐতিহ্যের ক্লাব আজ লিগে ১৪ নম্বরে! এই পর্তুগিজকে এবার দায়িত্ব দিল ম্যান ইউ

Manchester United New Manager: ঐতিহ্যের ক্লাব আজ লিগে ১৪ নম্বরে! এই পর্তুগিজকে এবার দায়িত্ব দিল ম্যান ইউ
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ওয়েস্ট হ্যামের কাছে হারের পরই ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United) সিদ্ধান্ত নিয়েছিল যে, আর এরিক টেন হ্যাগকে (Erik ten Hag) এই ক্লাবে রাখা যাবে না।  কারণ অতীতে কখনও এত হতশ্রী লিগের শুরু করেনি ম্যান ইউ (Man U)! অন্তর্বর্তী কোচ হিসাবে প্রাক্তন মহারথী রুড ভ্যান নিস্তেলরয়কে (Ruud van Nistelrooy) দায়িত্ব দিয়েছিল রেড ডেভিলস।

২০২২ সালের এপ্রিলে ডাচ কোচ টেন হ্যাগকে দায়িত্ব দিয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগের ঐতিহ্যবাহী ক্লাব। টেন হ্যাগের জুতোয় পা গলাচ্ছেন পর্তুগিজ কোচ রুবেন আমোরিম (Ruben Amorim)। শুক্রবার বিবৃতি দিয়ে জানিয়ে দিল ম্যান ইউ। যারা এই মুহূর্তে ২০ দলীর লিগে ১৪ নম্বরে! আমোরিম দায়িত্ব না নেওয়া পর্যন্ত নিস্তেলরয়ই ব্রুনো ফার্নান্ডেজদের দায়িত্বে থাকবেন।

আরও পড়ুন: দিমির আগুনে মশাল জ্বালিয়ে কোয়ার্টারে ইস্টবেঙ্গল, ১১ বছর পর আবার স্বপ্ন দেখা শুরু…

ম্যান ইউ বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘ম্যাঞ্চেস্টার ইউনাইটেড আনন্দের সঙ্গে, প্রথম পুরুষ দলের হেড কোচ হিসেব রুবেন আমোরিমের নাম ঘোষণা করছে। ভিসা পাওয়ার উপর তার কাজ নির্ভর করছে। ২০২৭ সালের জুন মাস পর্যন্ত তাঁর সঙ্গে ক্লাবের চুক্তি হয়েছে। আরও এক বছর চুক্তি বাড়ানোর সুযোগ থাকছে। আগামী ১১ নভেম্বর সোমবার ক্লাবে আসবেন রুবেন। বর্তমান ক্লাবের প্রতি দায়বদ্ধতা শেষ করেই সে আসবে। রুবেন ইউরোপীয় ফুটবলের উঁচু দরের তরুণ কোচদের একজন। খেলোয়াড় এবং কোচ হিসাবেই দারুণ বর্ণময় কেরিয়ার, পর্তুগালের স্পোর্টিং সিপিকে দু’বার প্রিমেইরা লিগা জিতিয়েছেন। যার মধ্য়ে একটি শিরোপা এসেছিল ১৯ বছর পর। রুবেন না আসা পর্যন্ত রুড ভ্যান নিস্তেলরয় দায়িত্বে থাকবেন।’

ইউনাইটেডের নতুন বসের অধীনে আগামী ২৪ নভেম্বর ব্রুনোরা প্রথম ম্য়াচ খেলবেন ইপসউইচ টাউনের বিরুদ্ধে। অ্যাওয়ে ম্য়াচ হবে যেটি। তার আগে নিস্তেলরয়ের কোচিংয়ে ম্যান ইউ তিনটি ম্য়াচ খেলবে। ৩ নভেম্বর চেলসির বিরুদ্ধে খেলবে প্রিমিয়ার লিগে। ৮ নভেম্বর পিএওকে-র বিরদ্ধে রয়েছে ইউরোপা লিগের খেলা ১০ নভেম্বর লেস্টার সিটির সঙ্গে ফের প্রিমিয়র লিগের খেলা।

আরও পড়ুন: রাজধানী ছেড়ে চেন্নাই এক্সপ্রেসে পন্থ? গুরু-চেলার গোপন বৈঠক ফাঁস ভারতীয় নক্ষত্রের!

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link