জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিবেকবুদ্ধিহীন এক অমানবিক ম্যানেজারের অদ্ভূত কাণ্ড! যার জেরে প্রাণ গেল ২৪ বছরের এক তরুণী কর্মীর। কথা কাটাকাটির সময় ওই ম্যানেজার আচকাই ২৪ বছরের ওই তরুণীর কর্মীর উপর ‘চড়ে বসেন’ (Manager sat on top of her)! যার পরিণতিতে ‘ব্রেইন ডেথ’-এর (Brain Death) শিকার হলেন জেসিকা নামে ওই তরুণী।
মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মার্কিন মুলুকে লস অ্যাঞ্জেলসে। সেখানে সেভেন-ইলেভেনের (7-eleven employee death) একটি স্টোরে কাজ করার সময় জেসিকার সঙ্গে তাঁর ম্যানেজারের বিবাদ বাধে। অভিযোগ, তাঁকে লাঞ্ছনা করতে থাকেন ম্যানেজার। যার প্রতিবাদ করেন জেসিকা। এককথা-দুকথায় দুজনের মধ্যে ব্যাপক তর্কাতর্কি বেঁধে যায়। তর্কাতর্কির মধ্যেই অভিযুক্ত ম্যানেজার জেসিকার চুল টেনে ধরেন।
তারপর ধাক্কা মেরে জেসিকাকে মাটি ফেলে দিয়ে, তাঁর উপর চড়ে বসেন। পুরো ওজন নিয়ে জেসিকার বুকের উপর চড়ে বসেন ম্যানেজার। যার ফলে জেসিকার শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই ঝিমিয়ে পড়েন জেসিকা নামের তরুণী। জ্ঞান হারান। তারপর আর জ্ঞান ফিরে পাননি। এই ঘটনার পর থেকে বেশ কিছুদিন লাইফ সাপোর্টে ছিলেন জেসিকা। শেষে তাঁর ‘ব্রেইন ডেইথ’ ঘোষণা করেন চিকিৎসকরা।
স্টোরে জেসিকার সহকর্মীদের কথায়, “ম্যানেজার ওকে চেপে ধরেন। ওর উপর বসে পড়েন। ওকে শ্বাস নিতে দেননি।” এই ঘটনার পর অভিযুক্ত ম্যানেজার সিসিটিভি ফুটেজ মুছে ফেলারও চেষ্টা করেন। তারপর থেকেই তিনি পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিস। ওদিকে ইতিমধ্যেই ওই মহিলা ম্যানেজারকে কাজ থেকে বরখাস্ত করেছে সংস্থা।
আরও পড়ুন, New Baba Vanga’s Doomsday Prediction: ৫ জুলাইয়ের ভবিষ্যদ্বাণী! ৩৭ লাখ মানুষের মৃত্যু… আড়াই কোটি ঘরছাড়া… ভয়ংকর দুর্যোগে ভয়াবহ বিপর্যয়…
আরও পড়ুন, Gym Heart Attack Death: ট্রাইসেপস এক্সটেনশন করতে বেল্টে টান, ২ মিনিটেই লুটিয়ে পড়লেন ৩৫-র যুবক! আর উঠলেন না…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)