NOW READING:
Man Killed Girlfriend: বউ জানতে পেরে যায় পরকীয়া! তাই প্রেমিকার গ*লা কেটে ৮ বছরের সম্পর্ক শেষ করল বর্বর…
July 6, 2025

Man Killed Girlfriend: বউ জানতে পেরে যায় পরকীয়া! তাই প্রেমিকার গ*লা কেটে ৮ বছরের সম্পর্ক শেষ করল বর্বর…

Man Killed Girlfriend: বউ জানতে পেরে যায় পরকীয়া! তাই প্রেমিকার গ*লা কেটে ৮ বছরের সম্পর্ক শেষ করল বর্বর…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আট বছরের সম্পর্ক। আচমকাই প্রেমিকার গলা কেটে খুন করল প্রেমিক। পুলিস সূত্রে জানা গিয়েছে, হাড়হিম ঘটনাটি ঘটে মুম্বইয়ের নয়ডাতে।

নয়ডার তারা কলোনির একটি ভাড়া বাড়ি থেকে নিহত মহিলা শবনমের মৃতদেহ উদ্ধার করে পুলিস। ঘটনার খবর পেয়ে ইকোটেক ৩ থানার একটি দল, সিনিয়র অফিসারদের সঙ্গে ঘটনাস্থলে যায়। সেখানে শবনমের গলা কাটা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিত্‍সকরা তাকে মৃত ঘোষণা করে।

আরও পড়ুন:Nurse Death: গলায় পেঁ*চা*নো ওড়না! বাড়ির পিছনেই উদ্ধার নার্স, ব্যাপক চাঞ্চল্য…

পুলিসের সঙ্গে সংঘর্ষ:

শনিবার সকালে চৌগানপুর গোলচত্বরের কাছে অভিযুক্ত প্রেমিককে গ্রেফতার করে পুলিস। এমনকী গ্রেফতারির আগে অভিযুক্তের সঙ্গে পুলিসের ছোট সংঘর্ষও হয়। অভিযুক্ত পুলিসকে গুলি করার চেষ্টা করে। পুলিস জানিয়েছে, শবনমের ছেলের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়। অভিযুক্তকে পাকড়াওয়ের জন্য দুটি পুলিস দল মোতায়েন করা হয়। 

পুলিস জানিয়েছে, শনিবার পুলিসের দল অভিযুক্তকে বাইকে করে যেতে দেখে। তখনই তাকে থামার জন্য বলা হয়। তাকে ধাওয়া করার সময় সে বাইক ফেলে রেখে খালি মাঠ দিয়ে পালানোর চেষ্টা করে। যখন তাকে ঘিরে ফেলা হয়। তখন সে পুলিস দলকে লক্ষ্য করে গুলি চালায়। পালটা পুলিসের গুলিতে বিদ্ধ হয় অভিযুক্ত এবং পরে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন:Elder Couple: দিনের পর দিন খাবার জুটত না, কাজও পাননি! অভাবের তাড়নায় বি*ষ খেল বৃদ্ধ দম্পতি…

কেন খুন করে?
পুলিস সূত্রে জানা গিয়েছে, নিহত শবনম লুহারলি গ্রামের বাসিন্দা। এবং খুনের আগে তিনি হাইবতপুরে থাকতেন। যে বাড়িতে তার মৃতদেহ পাওয়া যায়, সেখানে মাত্র ১৫ দিন আগেই তিনি ভাড়ায় এসেছিলেন। শবনম আট বছর আগে তার স্বামীর সঙ্গে আলাদা হয়ে যায়। তারপরেই মুকিমের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন।

অন্যদিকে মুকিম একজন কাঠমিস্ত্রি। এবং সে আগে থেকেই বিবাহিত, তার সন্তানও ছিল। পরকীয়ার কথা মুকিমের স্ত্রী জানতে পেরে সেই সম্পর্ক ছাড়ার কথা বলেন তিনি। তাই মুকিম শবনমের সঙ্গে সম্পর্ক শেষ করতে ভয়ংকর পদক্ষেপ নেয়। পুলিসি জেরায় মুকিম তার অপরাধের কথা স্বীকার করে নেয়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link