NOW READING:
Doctor Removes Genitals: ‘আমার জীবন শেষ…’ সংক্রমণের চিকিৎসা করাতে হাসপাতালে, ডাক্তার বাদ দিয়ে দিলেন যুবকের যৌ*নাঙ্গ-ই…
July 4, 2025

Doctor Removes Genitals: ‘আমার জীবন শেষ…’ সংক্রমণের চিকিৎসা করাতে হাসপাতালে, ডাক্তার বাদ দিয়ে দিলেন যুবকের যৌ*নাঙ্গ-ই…

Doctor Removes Genitals: ‘আমার জীবন শেষ…’ সংক্রমণের চিকিৎসা করাতে হাসপাতালে, ডাক্তার বাদ দিয়ে দিলেন যুবকের যৌ*নাঙ্গ-ই…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যৌনাঙ্গে সংক্রমণ। তাই চিকিৎসার জন্য হাসপাতালে এসেছিলেন এক ব্যক্তি। চিকিৎসক তাঁর যৌনাঙ্গটাই কেটে বাদ দিয়ে দিলেন! এমনই তাজ্জব করা ঘটনা ঘটেছে আসামের শিলচরের একটি হাসপাতালে।

আসামের শিলচরের ওই হাসপাতালে  আতিকুর রহমান নামে ২৮ বছর বয়সী এক যুবক যৌনাঙ্গে সংক্রণ নিয়ে ডাক্তার দেখাতে যান। তাঁর অভিযোগ, তাঁকে না জানিয়ে তাঁর সম্মতি ছাড়াই বায়োপসি পরীক্ষার সময় তাঁর যৌনাঙ্গ কেটে ফেলা হয়েছে। মণিপুরের জিরিবাম জেলার বাসিন্দা আতিকুর রহমান নামে ওই যুবক জানিয়েছেন, বায়োপসি পরীক্ষার পর তিনি দেখতে পান যে, ডাক্তার তাঁর যৌনাঙ্গ কেটে ফেলেছেন। এই ঘটনায় চিকিৎসকের বিরুদ্ধে তিনি পুলিসে অভিযোগ দায়ের করেছেন। যদিও এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া জানাতে পারা যায়নি। অভিযুক্ত ডাক্তারও নিখোঁজ। 

আতিকুর রহমান নামে ওই যুবক জানিয়েছেন, “১৯ জুন আমার যৌনাঙ্গে সংক্রমণের পর আমি শিলচরের একটি বেসরকারি হাসপাতালে যাই। ডাক্তার আমাকে বায়োপসি পরীক্ষা করার পরামর্শ দেন। বায়োপসি পরীক্ষার সময় তাঁরা আমার সম্মতি ছাড়াই অস্ত্রোপচার করে আমার যৌনাঙ্গ বাদ দিয়ে দেন। অস্ত্রোপচারের পর যখন আমার জ্ঞান ফেরে, তখন দেখি ডাক্তার আমার যৌনাঙ্গ কেটে ফেলেছে। আমি এই বিষয়ে ডাক্তারকে জিজ্ঞাসা করলে, তিনি কোনও সন্তোষজনক উত্তর দেননি।” 

আতিকুর রহমানের আরও অভিযোগ,”এখন আমি কী করব বুঝতে পারছি না! আমার জীবন শেষ। আমি বেশ কয়েকবার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু তিনি আমার ফোনে সাড়া দেননি। আমি মানসিকভাবে কষ্ট পাচ্ছি। অসহায় বোধ করছি।” এমনকি এই বিষয়ে তিনি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছেও জরুরি ভিত্তিতে হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন।

আরও পড়ুন, India making Bunker Buster: ব্রহ্মসের চেয়েও শক্তিশালী! পাকিস্তানকে ‘ধ্বংস’ করতে ভয়ংকর দেশি ‘বাঙ্কার বাস্টার’ বানাচ্ছে ভারত…

আরও পড়ুন, New Baba Vanga’s Doomsday Prediction: ৫ জুলাইয়ের ভবিষ্যদ্বাণী! ৩৭ লাখ মানুষের মৃত্যু… আড়াই কোটি ঘরছাড়া… ভয়ংকর দুর্যোগে ভয়াবহ বিপর্যয়…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link