# Tags
#Blog

Viral Video: বীভত্‍স! মেয়ের সঙ্গে কথা বলায় ১৭-র কিশোরকে বারবার কোপাল বাবা…

Viral Video: বীভত্‍স! মেয়ের সঙ্গে কথা বলায় ১৭-র কিশোরকে বারবার কোপাল বাবা…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মেয়ে এক ছেলের সঙ্গে কথা বলত ফোনে। জানতে পেরে বাবা ইনস্টিটিউটে গিয়ে ওই ছেলের বিরুদ্ধে অভিযোগ করে। একজন শিক্ষক ছেলেটিকে কাউন্সেলিং রুমে ডেকে পাঠায়। ১৭ বছর বয়সী ওই ছেলের নাম কার্তিক।
কাউন্সেলিং রুমে উপস্থিত ছিলেন মেয়েটি, তাঁর বাবা এবং শিক্ষক। সেখানেই আচমকা ভয়ংকর কাণ্ড ঘটায় বাবা। ঘটনাটি ঘটে, গুজরাতের ভাবনগরে ওএজে ইনস্টিটিউট অফ সায়েন্সে।

পুলিস জানিয়েছে, শিক্ষক যখন ছেলেটিকে কাউন্সেলিং এর জন্য ঘরে ডাকেন। তখন জগদীশ রাচাদ নামে মেয়েটির বাবা তাঁকে ধমক দেন। এবং সতর্ক করে দেন যে তাঁর মেয়ের সঙ্গে যেন কথা না বলে। এই কথা বলার পরই তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। তারই মধ্যে জগদীশ আচমকা পকেট থেকে ছুরি বের করে কার্তিককে একাধিকবার আঘাত করে।

আরও পড়ুন:Low Price of Whiskey: সস্তা হচ্ছে হুইস্কি! ট্রাম্পের ‘অনুরোধে’ মোদী মকুব করলেন ১০০ শতাংশ…

সঙ্গে সঙ্গে স্কুল কর্তৃপক্ষ এসে অভিযুক্তকে কাউন্সেলিং রুম থেকে বের করে আনে। খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে। জানা গিয়েছে, আহত ছাত্রকে চিকিত্‍সার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুরো ঘটনাটি সিসিটিভিতে ধরা পড়ে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে।

উল্লেখ্য, স্কুল ফেয়ারওয়েল পার্টি থেকে বাড়িতে ফিরতে দেরি! আর সেই ‘অপরাধে’ ১৫ বছরের ছেলেকে মেরে ফেলার অভিযোগ বাবার বিরুদ্ধে। মৃতের নাম ভানু। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে। 

অভিযোগ, ওই নাবালকের বাবা সাইদুলু মদ্যপ অবস্থায় ছিল। ছেলে বাড়িতে দেরি করে ফেরায়, ঢোকামাত্র তাকে বেধড়ক মারধর করতে শুরু করে সাইদুলু। তাতেই সংজ্ঞা হারায় ১৫ বছরের ছেলে ভানু। পরিবারের অন্যরা সঙ্গে সঙ্গে তাকে নিয়ে নিকটবর্তী হাসপাতালে ছোটেন। সেখানেই চিকিৎসকরা ভানুকে মৃত বলে ঘোষণা করে।

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal