NOW READING:
Rajasthan Temple Controversy: লুকিয়ে তুলছিলেন যুবতীর উন্মুক্ত পায়ের ছবি! বিখ্যাত দিলওয়ারা জৈন টেম্পলে ‘নোংরামি’ প্রৌঢ়ের…
April 16, 2025

Rajasthan Temple Controversy: লুকিয়ে তুলছিলেন যুবতীর উন্মুক্ত পায়ের ছবি! বিখ্যাত দিলওয়ারা জৈন টেম্পলে ‘নোংরামি’ প্রৌঢ়ের…

Rajasthan Temple Controversy: লুকিয়ে তুলছিলেন যুবতীর উন্মুক্ত পায়ের ছবি! বিখ্যাত দিলওয়ারা জৈন টেম্পলে ‘নোংরামি’ প্রৌঢ়ের…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মন্দিরের মধ্যেই লুকিয়ে যুবতীর উন্মুক্ত পায়ের ছবি তুলছিলেন প্রৌঢ়। ধরাও পড়লেন হাতেনাতে। মোবাইল খুলতেই দেখা গেল, গ্যালারিতে সেই উন্মুক্ত পায়ের ছবি। ঘটনাটি ঘটেছে রাজস্থানের মাউন্ট আবুতে দিলওয়ারা জৈন মন্দিরে। এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই এই ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল ছড়িয়েছে। 

ভাইরাল ভিডিয়ো ক্লিপে দেখা যাচ্ছে, ওই যুবতী অভিযুক্ত প্রৌঢ়কে সরাসরি ‘চেজ’ করেন। তাঁর ফোনের গ্যালারি দেখতে চান। জানতে চান, কেন তিনি অনুমতি ছাড়া তাঁর ছবি তুলেছেন? “চাচা ইয়ে কেয়া হ্যায়? কেয়া কর রহে হো অ্যাপ? কিউ লে রহে হো মেরে ছবি? কিউ লে রহে হো মেরে প্যায়েরো কা ছবি?” 

ওই যুবতীর প্রশ্নের মুখে পড়ে প্রথমে ওই প্রৌঢ় ছবি তোলার কথা অস্বীকার করলেও, শেষে গ্যালারি খুলে ছবিগুলি দেখান। যথেষ্ট-ই আপত্তিকরভাবে তোলা সেই ছবি। জানা গিয়েছে, ওই যুবতী মন্দিরে তাঁর বন্ধুর সঙ্গে বসে তাঁর মায়ের জন্য অপেক্ষা করছিলেন। তখনই তাঁর চোখে পড়ে যে, ওই প্রৌঢ় তাঁর পায়ের ছবি তুলছেন। ইতিমধ্যেই এই ঘটনায় হস্তক্ষেপ করেছে পুলিস।

আরও পড়ুন, Andhra man killed pregnant wife: ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা টিপে খুন স্বামীর! বাবা-মায়ের ঝগড়ায় পৃথিবীর আলো দেখা হল না সন্তানের…

আরও পড়ুন, UP man eloped his fiancee’s mother: শাশুড়িকে নিয়ে চম্পট দেওয়া হবু জামাই আগেও… সেবার ২ মাস পর…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link