জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যত কাণ্ড মেরঠে! অদ্ভুত আরেক ঘটনার সাক্ষী মেরঠ। স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র ঝগড়া এমন হিংসার রূপ নেবে তা হয়তো কেউ ভাবেনি।
মিরাটের কাঁকেরখেদা এলাকায়,দিনমজুর হিসেবে কাজ করেন স্বামী। তাঁর স্ত্রী প্রায়শই তাঁর সঙ্গে ঝগড়া করতেন এবং তাঁকে মারধোর করতেন। পাঁচ বছর আগে তাঁদের বিয়ে হয়েছিল। দম্পতির দুটি সন্তান রয়েছে। পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া করতেন তাঁরা।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
রবিবার রাতে স্বামী মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে আসার পর ঝগড়া তীব্র আকার ধারণ করে। ঝগড়ার সময় স্ত্রী তাঁর হাত কামড়ে ধরে। হাতে গভীর ক্ষত হয়। পরের দিন সকালে, যখন স্বামী ঘুমিয়ে ছিলেন, তখন স্ত্রী তাঁকে জোর করে জাগানোর চেষ্টা করে। যখন তিনি বাধা দেন, তখন তাকে ইট দিয়ে আঘাত করার হুমকি দেন বলে জানা গেছে।
আরও পড়ুন: চা খেয়ে টি ব্যাগ ফেলে দেন? জানেন পাতি টি ব্যাগের এত ক্ষমতা? ফেলার আগে দুবার ভাবুন
তিনি অভিযোগ করেন যে তাঁর স্ত্রী তাঁকে বারবার ঘর থেকে টেনে বের করে দিচ্ছে এবং প্রতিবেশীদের সামনে ঝাঁটা দিয়ে মারছে। স্বামী যখন ঘর থেকে বেরোতে নারাজ, তখন স্ত্রী তাঁর মাথায় ইট দিয়ে আঘাত করে, যার ফলে সে আহত হয়। তিনি আরও দাবি করেন যে, ঝগড়ার সময় স্ত্রী তার মুখ আঁচড়ে দিয়েছিল। স্থানীয় বাসিন্দাদের বারবার হস্তক্ষেপ সত্ত্বেও, ঝগড়া চলতেই থাকে।
আরও পড়ুন: দুয়ারে দুঃসময়! এই ৬ সংকেত দেখলেই সাবধানে পা ফেলুন, না হলে…
আহত হয়ে পুলিশের সাহায্য চান ভীত স্বামী। তাঁর স্ত্রী তাঁকে হুমকি দিয়েছে, স্বামীর আচরণ পরিবর্তন না হলে, তাকে টুকরো টুকরো করে কেটে ড্রামে ভরে দেহাবশেষ লুকিয়ে রাখবে। এই ভয়ংকর হুমকি পুলিশ এবং স্থানীয় উভয়কেই হতবাক করে দিয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল