জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভয়ংকর! হাড়হিম করা ঘটনা। বাবা নিজেই মেরে ফেললেন নিজের তিন সন্তানকে। তারপর গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন নিজেই। শুনেই রক্ত শীতল হয়ে যাচ্ছে। কিন্তু এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে ঝাড়খণ্ডে। পুলিস সূত্রে জানা গিয়েছে, নিজে আত্মঘাতী হওয়ার আগে নিজের তিন সন্তানকে মেরে ফেলেন তিনি। রবিবার সকাল সকাল নজরে আসে ঘটনাটি।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
পুলিসের প্রাথমিক তদন্তে উঠে এসেছে মৃতদের নাম। বছর ৩৬’র সানাউল আনসারি, বছর ১২’র মেয়ে আফরিন পারভিন, জাইবা নাজ (৮) এবং তাঁর ছেলে সাফাউল আনসারি (৬)। পুলিসের প্রাথমিক অনুমান ঘটনাটি ঘটেছে রবিবার রাত ২-৩টের মধ্যে।
মূলত রবিবার সকাল বেলায় স্থানীয়দের নজরে আসে গোটা ঘটনাটি। সেহেরির সময় বাড়িতে কোনরকমের হেলদোল না দেখতে পেয়ে স্থানীয়রাই বাড়ির দরজাই খটখট করে। যখন ভেতর থেকে কোনরকমের সাড়াশব্দ পাওয়া গেল না সেই সময় দরজা ভেঙেই ভেতরে ঢোকেন তারা। তখনই নজরে আসে সানাউলের ঝুলন্ত দেহ, পাশেই নিথর অবস্থায় পড়ে রয়েছে তিন সন্তানের দেহ। সঙ্গে সঙ্গে জানানো হয় পুলিসকে। ঘটনাস্থলে পুলিস পৌঁছে দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠায়।
তদন্তে উঠে এসেছে প্রথমে তিন সন্তানকে মেরে তারপর নিজে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন ওই যুবক। পেশায় রাজমিস্ত্রি তিনি। যখন এই ঘটনাটি ঘটে তখন বাড়িতে উপস্থিত ছিলেন না যুবকের স্ত্রী। দু’দিন আগেই নিজের বাপের বাড়ি গিয়েছিলেন তিনি। যদিও কী কারণে যুবক নিজের সন্তানদের মেরে আত্মঘাতী করল তারই তদন্ত করছে পুলিস।
আরও পড়ুন: মর্মান্তিক! চলন্ত গাড়িতেই হার্ট অ্যাটাক, বীভৎস গতিতে পরপর ধাক্কা…
আরও পড়ুন: সোশ্যাল মিডিয়া সেনসেশন এই মেয়ে UPSC পাস করেন কোচিং ছাড়াই, কিন্তু IAS হন না! কারণ…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)