জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: পকেটে মোবাইল ফোন ফেটে গিয়ে ঝলসে গেল তরুণের গোপনাঙ্গ। আগুনের চ্যাঁকা খেয়ে বাইক থেকে পড়ে গেলেন তরুণ। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে। পেশায় রাস্তার পাশের দোকানদার ওই তরুণ সবজি কিনে বাইক চড়ে বাড়ি ফিরছিলেন। পথে একটি টোলট্যাক্সের কাছে শব্দ করে ফেটে যায় তার পকেটে থাকা মোবাইল ফোনটি। ঝলসে যায় তার গোপনাঙ্গ। টাল সামলাতে না পেরে বাইক থেকে পড়ে যান ওই তরুণ। তারা মাথায় প্রবল আঘাত লাগে।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
ঘটনার পরপরই টোলট্যাক্সের আসপাশে থাকা মানুষজন তাকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে যায়। আহত তরুণের ভাইয়ের বক্তব্য়, কয়েকদিন আগেই তার দাদা একটি সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোন কিনেছিল। দামি কোম্পানীর সেই মোবাইলটাই পকেটে ফেটে যায়। হাসপাতালে তার গোপনাঙ্গের চিকিত্সা হয়েছে। সে এখন ভালো আছে।
আরও পড়ুন-চৈত্রের বৈশাখের আবাহন, ‘বাবু কালচার’ ফিরল শহরে…
আরও পড়ুন-রামনবমীতে অশান্তি রুখতে ময়দানে একঝাঁক আইপিএস-ব়্যাফ, নিরাপত্তায় কী ব্যবস্থা?
পকেটে আমরা প্রায় সবাই মোবাইল ফোন নিয়ে ঘোরাঘুরি করি। ফলে এনিয়ে শোরগোল শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই পকেটে মোবাইল নিয়ে ঘোরার বিপদের কথা মনে করিয়ে দিয়েছেন। অনেকে আবার বলছেন সেকেন্ডহ্যান্ড মোবাইল কিনলে এরকমই হবে। অনেকে বলছেন সস্তার চাইনিজ মোবাইল কিনলে এমন হতেই পারে। পাল্টা বলেছেন অনেকে। কেউ লিখেছেন ওই যুবক যে চাইনিজ মোবাইল কিনেছিল কে বলেছে! কেউ লিখেছেন কপালে ভোগান্তি ছিল তা না হলে ওরকম জাগায় আঘাত লাগে!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)