# Tags
#Blog

Gujarat: ২.৫ বছরে ১৫ জনকে ধর্ষণ! ম্যাট্রিমনিয়াল সাইটে ওঁত পেতে রয়েছে…

Gujarat: ২.৫ বছরে ১৫ জনকে ধর্ষণ! ম্যাট্রিমনিয়াল সাইটে ওঁত পেতে রয়েছে…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আড়াই বছরে ম্যাট্রিমনিয়াল সাইটের ১৫ জন মহিলাকে ধর্ষণ। সবাইকেই দেখিয়েছিলেন বিয়ের প্রলোভন দেখিয়ে এভাবেই একের পর এক মহিলার সঙ্গে সহবাস করেন বছর ২৬-এর এই অভিযুক্ত যুবক।

আরও পড়ুন: ফ্রেন্ডস ট্রিপে সাঁতার কাটতে নদীতে ঝাঁপ তরুণী ডাক্তারের! তারপরই… শেষ মুহূর্তের ভিডিয়ো মর্মান্তিক…

পুলিস সূত্রে জানা যায়, অভিযুক্ত হিমাংশু যোগেশভাই পাঞ্চাল আহমেদাবাদের বাসিন্দা তিনি একটি ফেক প্রোফাইল তৈরি করেন। যেখানে তিনি নিজেকে দিল্লি ক্রাইম ব্রাঞ্চের অফিসার হিসাবে পরিচয় দেন। যাতে মহিলারা সহজেই তাঁকে বিশ্বাস করেন। 

পাশাপাশি পাঞ্চালের প্রোফাইলে এটাও লেখা রয়েছে তিনি একটি বড়োলোক পরিবারের ছেলে। ওই সাইটে মহিলাদের সঙ্গে আলাপ করে তিনি হোটেলে তাঁদের সবাইকে হোটেলে ডাকতেন। এক জায়গায় না ভাসাই, মুম্বাই, আহমেদাবাদে। যেখানে তিনি মহিলাদের প্রমিশ করতেন বিয়ে করার। এমনকি নকল হিরের গহনা দিতেন তিনি। এভাবে হিমাংশু প্রেমের ফাঁদ পেতে মেয়েদের সঙ্গে প্রতারণা করছিল। 

আরও পড়ুন:  ২১ বছর ধরে কাশি সারছেই না, হাসপাতালে যেতে দেখা গেল…

কিন্তু খুব বেশিদিন তার ভাগ্য সঙ্গ দিলনা। গোটা ঘটনা প্রকাশ্যে এল যখন ৩১ বছরে এক মহিলা ওয়ালিভ থানায় হিমাংশুর নামে অভিযোগ দায়ের করেন।  পুলিস তদন্তে নেমে জানতে পারে এই মহারথীর মহান মহান কীর্তিকলাপ। জানা গিয়েছে অভিযুক্তের ৫টি ফোন আছে। সর্বদা হোটেলের WIFI কিংবা WhatsApp কলিং ব্যবহার করেন। আহমেদাবাদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।      

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 





Source link

Rohit Sharma | IND vs BAN | ICC Champions Trophy 2025: মাঠে নেমেই রো ‘সুপারহিট’ শর্মা! ইতিহাসে লেখালেন নিজের নাম, অতীতে পেরেছেন মাত্র…

Rohit Sharma | IND vs BAN |

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal