# Tags
#Blog

Domestic Dispute: বিয়েবাড়ি নিয়ে অশান্তি! গলায় দড়ি দিলেন স্ত্রী, রেললাইনে গলা পাতলেন স্বামী…

Domestic Dispute: বিয়েবাড়ি নিয়ে অশান্তি! গলায় দড়ি দিলেন স্ত্রী, রেললাইনে গলা পাতলেন স্বামী…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিয়েবাড়ি যাওয়া নিয়ে তুমুল অশান্তি স্বামী-স্ত্রীর। ঝগড়া চরমে পৌঁছে অবিশ্বাস্য পরিণতি হল দম্পতির। অশান্তি স্বামী-স্ত্রী দুজনেই আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে ফেলেন। পুলিস সূত্রে জানা গিয়েছে, দিল্লির কাকরালা গ্রামের বাসিন্দা ২৬ বছরের রোহিত। গত বৃহস্পতিবার সন্ধ্যেবেলায় পরিবার-সহ তাঁর একটি বিয়েবাড়িতে যাওয়ার কথা ছিল।

২৪ বছরের স্ত্রী পার্বতী তাঁকে তৈরি হওয়ার জন্য বলে। কিন্তু রোহিত তাঁর কথা না শুনে বাইরে চলে যায়। এবং মদ্যপ অবস্থায় বাড়ি ফেরে। স্বামীর আচরণে বিরক্ত হয়ে পার্বতী ছাদে গিয়ে চরম পদক্ষেপ নিয়ে ফেলে। সেখানে নিয়ে গলায় দড়ি  দিয়ে আত্মহত্যা করে ফেলেন। 

রোহিতের হুঁশ ফেরার পর তিনি স্ত্রীর মৃত্যুর খবর জানতে পারে। জানার সঙ্গে সঙ্গেই তিনি মির্জাপুর বেলা রেলওয়ে স্টেশনে গিয়ে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে ফেলেন। পুলিস আরও জানায়, মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Disclaimer: আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ… 

iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১

কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭

আরও পড়ুন:Pratul Mukhopadhyay: ডিঙ্গা ভাসিয়ে লাল টুকটুকে দিন আনতে পাড়ি দিলেন ‘গানওলা’ প্রতুল…

উল্লেখ্য, অন্যদিকে  ভিড়ের মাঝে মহাকুম্ভে হারিয়ে গিয়েছিল বউ! স্ত্রীকে খুঁজে পেয়ে তারপর মেলার মাঝেই অঝোরে কাঁদলেন স্বামী। এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

জানা গিয়েছে, স্ত্রী সন্তানদের নিয়ে মহাকুম্ভে আসেন ওই ব্য়ক্তি। কিন্তু সঙ্গমে অত মানুষের ভিড়ের মধ্যে স্ত্রী সন্তানদের থেকে আলাদা হয়ে যান তিনি। স্ত্রী সন্তানরা কাছছাড়া হতেই আতঙ্কিত হয়ে পড়েন তিনি। স্ত্রী সন্তানদের হারিয়ে ফেলেছেন ভেবে কান্নায় ভেঙে পড়েন। ভিড়ের মাঝে ওভাবে এক ব্যক্তিকে কাঁদতে দেখে হকচকিয়ে যায় সবাই।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal