জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শিক্ষিকার প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন ৩০ বছরের মাধন। বিয়ে নিয়ে দুই পরিবার দেখাও করে। কিন্তু শিক্ষিকা সেই প্রস্তাব ফিরিয়ে দেন। তারপরই ক্ষোভে ফেটে পড়ে মাধন। চরম হতাশায় ভয়ংকর কাণ্ড ঘটিয়ে ফেলে সে। জানা গিয়েছে, ২৬ বছর বয়সী রামানির স্কুলের ভিতরে ঢুকে যায়। ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কেটে দেয়। ঘটনাটি ঘটে, বুধবার সকালে মল্লিপত্তনম সরকারি স্কুলে।
আহত অবস্থায় রামানিকে তড়িঘড়ি হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। কিন্তু মাঝপথেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইতোমধ্যেই পুলিস মাধনকে গ্রেফতার করেছে। জিজ্ঞাসাবাদের সময় মাধন অপরাধের কথা স্বীকার করে। পুলিস জানিয়েছে যে, ব্যক্তিগত উদ্দেশ্যেই তিনি এই কাণ্ড ঘটিয়েছে।
শিক্ষামন্ত্রী আনবিল মহেশ পইয়ামিঝি ঘটনার তীব্র নিন্দা করেছেন। এবং অবিলম্বে শিক্ষার্থীদের কাউন্সেলিং করার নির্দেশ দিয়েছেন। থাঞ্জাভুর যাওয়ার পথে মন্ত্রীও সন্দেহভাজনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। শিক্ষামন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘তাঞ্জাভুর জেলার মল্লিপত্তনম সরকারি স্কুলে কর্মরত একজন শিক্ষক রামানির উপর হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা করি। শিক্ষকদের বিরুদ্ধে সহিংসতা সহ্য করা যায় না। আততায়ীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমরা শোকাহত পরিবার, ছাত্রদের প্রতি গভীর সমবেদনা জানাই।’
আরও পড়ুন:1000 New General Coach: সস্তায় সহজেই গন্তব্যে! ট্রেনে বাড়ছে ১০০০-এর উপর নতুন কোচ…
উল্লেখ্য, চলতি বছরেই এই ধরণের এক হাড়হিম ঘটনা ঘটে দিল্লিতে। তাও আবার প্রকাশ্য রাস্তার মাঝখানে। জানা গিয়েছিল, দুই বছর ধরে তারা সম্পর্কে ছিল। কিন্তু কোনও কারণবশত তাদের ব্রেকআপ হয়ে যায়। সেই রাগে স্প্যানার (রেঞ্চ) দিয়ে রাস্তার মাঝে ২৯ বছরের মহিলার মাথা ও বুকে ক্রমাগত আঘাত করে যায় অভিযুক্ত। রাস্তাতেই বয়ে যায় রক্তগঙ্গা। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। সেখানে দেখা যায়, রাস্তায় যুবতী নিথর অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাঁর পাশে অভিযুক্ত স্প্যানার (রেঞ্চ) হাতে দাঁড়িয়ে আছে। যুবতীকে আবার আক্রমণ করার আগে তাকে বলতে শোনা যায়, ‘কেন করলে, কেন আমার সঙ্গে এরকম করলে।’
এর থেকে বেশি তাজ্জব করা বিষয় হল, ঘটনাটির সময় রাস্তায় বেশ কয়েকজন পথচারী উপস্থিত ছিল। কিন্তু তা সত্ত্বেও কেউ এগিয়ে আসেনি। এবং আক্রমণ বন্ধ করার সাহস করেনি। শুধু তাই নয়, অনেকেই ঘটনাটির ভিডিয়ো করতে দেখা গিয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)