NOW READING:
Kanpur Shocker: অবিশ্বাস্য! ঝাঁপিয়ে পড়ে স্ত্রীর প্রেমিকের গোপনাঙ্গ চিবিয়ে দিল স্বামী..
April 14, 2025

Kanpur Shocker: অবিশ্বাস্য! ঝাঁপিয়ে পড়ে স্ত্রীর প্রেমিকের গোপনাঙ্গ চিবিয়ে দিল স্বামী..

Kanpur Shocker: অবিশ্বাস্য! ঝাঁপিয়ে পড়ে স্ত্রীর প্রেমিকের গোপনাঙ্গ চিবিয়ে দিল স্বামী..
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিজের বিছানায় প্রতিবেশী যুবকের সঙ্গে স্ত্রীকে দেখে মাথার ঠিক রাখতে পারেননি স্বামী। প্রবল রাগে স্ত্রীর ওই প্রেমিকের উপরে ঝাঁপিয়ে পড়লেন স্বামী। তার পর চিবিয়ে দিলেন ওই যুবকের যৌনাঙ্গ। বিছানায় একেবারে রক্তারক্তি কাণ্ড। শোরগোল পড়ে গেল গোটা পাড়ায়। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরে।

ঘটনার পরপরই দ্রুত এই যুবককে থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে ভর্তি করা হয় লালা লাজপত রায় হাসপাতালে। পুলিস সূত্রে জানা গিয়েছে কোনও পক্ষ থেকেই এনিয়ে এখনও কোনও অভিযোগ করা হয়নি।

আরও পড়ুন-নজরে ছাব্বিশ, চলতি মাসেই বাংলায় মোদী!

আরও পড়ুন-চার দশক পর বড়সড় মেরামতি, দমদম-টালিগঞ্জ মেট্রো পরিষেবা বন্ধের আশঙ্কা

কানপুরের বাবুপুরায় একটি ভাড়া বাড়িতে থাকতেন ওই দম্পতি। বিয়ে হয়েছে কয়েক বছর আগে। বৃহস্পতিবার সন্ধেয় নিজের কাজে বেরিয়ে যান ওই গহবধূর স্বামী। বলে যান শুক্রবার ফিরবেন। কিন্তু বৃহস্পতিবার গভীর রাতেই তিনি ঘরে ফিরে আসেন। তার পরেই তিনি দেখেন তার বিছানায় স্ত্রীর সঙ্গে রয়েছেন তারই প্রতিবেশী। তাকে দেখেই প্রতিবেশী যুবক পালাতে গেলেই তিনি তাকে ধরে ফেলেন। তার পরেই তিনি ওই যুবকের যৌনাঙ্গে কামড় বসিয়ে দেন। ঘটে যায় রক্তারক্তি কাণ্ড।

বাবুপুরার পুলিস ইন্সপেক্টর অরুণ দ্বিবেদী বলেন, আহত ব্যক্তিকে লালা রাজপত রায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এনিয়ে কোনও অভিযোগ এখনও হয়নি। এফআইআর হলে এনিয়ে আইনি পদক্ষেপ করা হবে।  

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link