জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কথাতেই আছে, পাগলা কুকুরে কামড়ালে জলাতঙ্ক রোগ হয়। সেই পাগলা কুকুরেই বোধহয় কামড়েছিল তাঁকে! আর তারপর জলাতঙ্ক রোগে আক্রান্ত এক যুবক নিজেই নিজের গলা কেটে আত্মঘাতী হলেন! মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে তামিলানাড়ুর কোয়েম্বাটুরের একটি সরকারি হাসপাতালে।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
৩৫ বছরের ওই যুবকের নাম রামচন্দ্র। আদতে ওড়িশার বাসিন্দা। কর্মসূত্রে তামিলনাড়ুর কোয়েম্বাটুরে থাকতেন। তামিলনাড়ুর কোয়েম্বাটুরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন তিনি। কয়েকদিন আগে তাঁকে একটি কুকুর কামড়ায়। আর তারপরই তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটে! ডাক্তাররা পরীক্ষার পর জানান, জলাতঙ্ক রোগে অর্থাৎ Rabies-এ আক্রান্ত হয়েছেন তিনি। হাসপাতালে ভর্তির পর তাঁকে রাখা হয় আইসোলেশন ওয়ার্ডে।
হাসপাতাল সূত্রে খবর, জলাতঙ্কের প্রকোপে রামচন্দ্র ক্রমশ আক্রমণাত্মক হয়ে উঠছিলেন। শেষে তিনি নোটিস বোর্ডের প্যানেল ভেঙে ফেলেন। তারপর সেই ভাঙা টুকরো দিয়ে নিজের গলার নলি কেটে আত্মঘাতী হন। একদিকে ভয়ংকর, আরেকদিকে মর্মান্তিক ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। (দায়িত্ববার সংবাদমাধ্যম হিসেবে আমরা সেই ভিডিয়ো প্রকাশ করা থেকে বিরত থাকলাম।)
প্রসঙ্গত, কদিন আগে উত্তরপ্রদেশের নয়ডায় একটি পৃথক ঘটনায় একটি ডগ শেল্টারে পিটবুলের আক্রমণের শিকার হন ওই সেন্টারের এক কর্মী। ১০ মিনিট ধরে ওই কর্মীর ডান পা কার্যত ছিঁড়ে খায় যেন পিটবুল! গুরুতর জখম হন ওই কর্মী। তাঁর চিৎকারে ছুটে আসেন অন্যরা। শেষে তাঁকে কোনওমতে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন, Hyderabad Horror: SHOCKING | ‘আর উপায় নেই..’ছেলে-মেয়েকে খুনের পর স্বামী-স্ত্রীও… ঘর থেকে মিলল ৪ নিথর… ট্যাংরার ছায়া এবার…
Pet Dog shot man | গুলি চালাল পোষ্য পিট বুল! গার্লফ্রেন্ডের সঙ্গে বিছানায় থাকা মালিক আহত …
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
+ There are no comments
Add yours