NOW READING:
Man Kills Pregnant Wife: খাবারে নুন বেশিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে বেধ*ড়ক মা*র! ছাদ থেকে ফেলে মে*রে*ই ফেলল বর্বর স্বামী…
July 4, 2025

Man Kills Pregnant Wife: খাবারে নুন বেশিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে বেধ*ড়ক মা*র! ছাদ থেকে ফেলে মে*রে*ই ফেলল বর্বর স্বামী…

Man Kills Pregnant Wife: খাবারে নুন বেশিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে বেধ*ড়ক মা*র! ছাদ থেকে ফেলে মে*রে*ই ফেলল বর্বর স্বামী…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: খাবারে নুন বেশি। তার জন্য স্বামী ঘটাল ভয়ংকর কাণ্ড। পাঁচ মাসের গর্ভবতী স্ত্রীকে বেধড়ক মারধর করে ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে। ভয়ংকর ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের কাশগঞ্জ জেলার নাগদা ঢাক গ্রামে।

পুলিস সূত্রে জানা গিয়েছে, গত বুধবার সন্ধেবেলা ২৫ বছরের ব্রজবালা স্বামীর জন্য রান্না করেন। ভুলবশত, খাবারে অতিরিক্ত নুন দিয়ে ফেলেন। সেই লবণাক্ত খাবার খেয়ে স্বামী রামু ক্ষেপে লাল হয়ে যায়। আর তারপরেই স্বামী-স্ত্রীর মধ্যে শুরু হয় তুমুল বচসা। সামান্য একটি বিষয়ের ঝগড়া চোখের নিমেষে বড় সহিংসতায় রূপ নিয়ে ফেলে।

আরও পড়ুন:Dilip Ghosh: ‘আমি ডাকলে যাই, না ডাকলে যাই না…!’, বড় কোনও ইঙ্গিত দিলীপের?

অভিযোগ, মুখের ঝগড়া মুহূর্তেই হাতাহাতি পরিণত হয়ে যায়। রামু ব্রজবালাকে বেধড়ক মারধর করা শুরু করে। যার ফলে ব্রজবালা বাড়ির ছাদ থেকে নিচে পড়ে গুরুতর হন। পরিবারের লোকজন তাকে দ্রুত জেলা হাসপাতালে নিয়ে যান। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাকে আলিগড় মেডিক্যাল কলেজে পাঠানো হয়, যেখানে বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্বামী রামুর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ:
ব্রজবালার মৃত্যুর পর তার ভাই অভিযোগ তোলে যে, রামু তার শালীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। যা জানতে পেরে ব্রজবালা প্রতিবাদ করতেন। এমনকী পরকীয়ার জেরে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া বাঁধত। 

আরও পড়ুন:Bengal Weather Update: ৩দিন বঙ্গে বৃষ্টির তাণ্ডব! ভাসবে কলকাতা-সহ এই এই জেলা, আবহাওয়ার লেটেস্ট আপডেট…

গ্রেফতার স্বামী রামু:
জানা গিয়েছে, স্ত্রীর মৃত্যুর পর থেকে রামু পালানোর চেষ্টা করে। তবে সেদিন রাতেই গ্রামের বাইরের একটি বাড়ি থেকে তাকে ধরে ফেলে স্থানীয়রা এবং তাকে পুলিসের হাতে তুলে দেয় বলে জানিয়েছেন ASP রাজেশ ভারতী। তিনি আরও জানিয়েছেন, রামুর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত চলছে। পুলিস ইতোমধ্যেই ব্রজবালার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link