# Tags
#Blog

খবরে ফিরেও বিতর্কের শেষ নেই, এবার শাহরুখ-সলমনের বিরুদ্ধে মুখ খুললেন মমতা কুলকার্নি

খবরে ফিরেও বিতর্কের শেষ নেই, এবার শাহরুখ-সলমনের বিরুদ্ধে মুখ খুললেন মমতা কুলকার্নি
Listen to this article


মুম্বই: অভিনয়ে এসেই সাড়া জাগিয়েছিলেন। তাঁর ব্যক্তিগত জীবনও চর্চায় থেকেছে বরাবর। মহাকুম্ভে সন্ন্যাস গ্রহণ করা নিয়ে নতুন করে খবরের শিরোনামে উঠে এসেছেন মমতা কুলকার্নি। এবার বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান এবং ‘ভাইজান’ সলমন খানের বিরুদ্ধে মুখ খুললেন বিগত দিনের নায়িকা। ‘করণ অর্জুন’ ছবির শ্যুটিংয়ের সময় শাহরুখ এবং সলমন তাঁকে নাস্তানাবুদ করে ছেড়েছেন বলে দাবি মমতার। (Mamta Kulkarni)

‘করণ অর্জুন’ ছবিতে সলমনের বিপরীতে নায়িকা ছিলেন মমতা। ছবিতে শাহরুখ এবং সলমন ছিলেন দুই ভাইয়ের চরিত্রে। শ্যুটিং চলাকালীন শাহরুখ এবং সলমন তাঁকে নিয়ে হাসাহাসি করতেন, বিদ্রুপ করতেন, এমনকি মুখের উপর দরজা পর্যন্ত বন্ধ করে দিয়েছিলেন বলে দাবি মমতার। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমন দাবি করেছেন নায়িকা। (Bollywood News)

‘করণ অর্জুন’ ছবির শ্যুটিং নিয়ে কয়েক বছর আগে স্মৃতিচারণ করেন শাহরুখ ও সলমন। সেখানে তাঁরা জানান, ‘ভাঙড়া পালে’ গানের শ্যুটিং চলাকালীন তাঁদের বকাঝকা করেন মমতা। তাঁরা ঠিক মতো নাচতে পারছেন না বলে তিরস্কার করেন নায়িকা। এতে রিহার্সালে জোর দেন তাঁরা। পরে যখন শ্যুটিংয়ে যান, তাঁরা ঠিকঠাক নেচে বেরিয়ে যান। কিন্তু মমতা নাচের স্টেপ ভুল করেন। 

শাহরুখ এবং সলমনের এই দাবি নস্যাৎ করে দিয়েছেন মমতা। তাঁর বক্তব্য, “আমি ওদের উপর চিৎকার করিনি। শাহরুখ এসব বলেছে? আমি বলছি ঠিক কী ঘটেছিল। চিন্নি প্রকাশ ছিলেন কোরিওগ্রাফার। শাহরুখ এবং সলমন শ্যুটিং করছিল। আমি একা বসেছিলাম। দেড়ঘণ্টা পর চিন্নি প্রকাশের সহকারী আমার দরজায় টোকা দেন। জানান, মাস্টারজি ডাকছেন। আমি যখন সিঁড়ি দিয়ে উপরে উঠছিলাম, শাহরুখ এবং সলমন চাপা হাসি হাসতে হাসতে আমার পাশ দিয়ে চলে যায়। আমি চুপ ছিলাম। রাত তখন ৮টা। মাস্টারজি আমাকে একা স্টেপ করে দেখাতে বলেন।”

মমতা আরও বলেন, “পরদিন সকালে প্রথম শট আমার ছিল। প্রথম শটই উতরে যায়। আমি তখন দেখি, ঝোপের আড়াল থেকে শাহরুখ এবং সলমন আমাকে দেখে হাসছে। পরের শট ছিল ওদের।  ৫০০০ লোকের মাঝে হাঁটু গেড়ে বসে স্টেপ করতে হতো ওদের। প্রচুর রিটেক নেয় ওরা। শেষ পর্যন্ত প্যাকআপ করে দেন পরিচালক। আমরা নিজের নিজের ঘরে চলে যাই। জানতাম আমাকে জ্বালাতন করছে ওরা। কোরিওগ্রাফারকে বলে যাতে সব স্টেপ আমাকে দিয়ে না করায়, তাই আমিও ছুটি। কিন্তু যেই আমি পৌঁছই, সলমন আমাকে থামিয়ে দেয়। দরজা বন্ধ করে দেয় মুখের উপর। ”

১৯৯৫ সালে মুক্তি পায় ‘করণ অর্জুন’। ছবিটি পরিচালনা করেন রাকেশ রোশন। বক্স অফিসে দারুণ সাফল্য পায় ছবিটি। মমতা যদিও এর কিছু সময় পরই অভিনয় ছেড়ে দেন। বিদেশ পাড়ি দেন তিনি। মাদক ব্যবসায়ীর সঙ্গে তাঁক সম্পর্ক নিয়ে সেই থেকে বিতর্ক। সম্প্রতি দেশে ফিরে আসেন মমতা। মহাকুম্ভে গিয়ে সন্ন্যাসও গ্রহণ করেন তিনি। কিন্নর আখড়া মমতাকে ‘মহামণ্ডলেশ্বর’ উপাধি দেয়। কিন্তু সাত দিনের মধ্যেই সেখান থেকে বিতাড়িত হন মমতা।

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal