জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বৃহস্পতিবার SSC মামলার রায়দান করল সুপ্রিম কোর্ট। আজ সর্বোচ্চ আদালতের দিকে তাকিয়ে ছিলেন ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক প্রার্থীরাও। প্রসঙ্গত, কলকাতা হাইকোর্ট ২০১৬ সালের প্যানেলের নিয়োগ পক্রিয়াকে বাতিল করে দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা যায়। এবার সেই মামলার রায় দিল সুপ্রিম কোর্ট। বহাল থাকল হাইকোর্টের রায়। এবার চাকরি হারাদের পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে বলেন, ‘সমস্ত রায় নিয়ে আমার কোন আপত্তি নেই। কিন্তু বিচারপতির প্রতি সম্মান জানিয়ে বলছি আমরা এই রায় মেনে নিতে পারছি না। মানবিক দিক থেকে বলছি কোনরকমের ভুল তথ্য দেবেন না’। এদিন বারবার প্রশ্ন উঠছিল যাদের তবে চাকরি বাতিল হল তাঁদের কি তবে সমস্ত মাইনে দিতে হবে? সেই বিষয়ে সুপ্রিম কোর্টের রায় নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘যারা চাকরি করছিলেন তাঁদের কোনরকমের জিজ্ঞাসা করা হবে না। তাঁদের কোনরকমের মাইনে দিতে হবে না। এটাই রায়ের ফল।’
যদিও সুপ্রিম কোর্টের ডিভিশান বেঞ্চ জানিয়েছেন, নতুন করে সিলেকশান করা হবে। এমনকি যাঁদের বাতিল করা হয়েছে তাঁদেরও ফের একটা সুযোগ দেওয়া হবে। সেক্ষেত্রে বয়সে ছাড় এবং অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে। যাতে এই ২০১৬ সালের প্যানেল কোনরকমের সমস্যায় না পরে।
(সবিস্তারে আসছে)
আরও পড়ুন: চাকরি বাতিলের পেছনে ভূমিকা রয়েছে সিপিএমের! মুখ খুললেন বিকাশ ভট্টাচার্য
আরও পড়ুন: ‘পরিবারের কী হবে! ৭ জন আমার উপরই নির্ভরশীল…’, কান্নায় ভেঙে পড়লেন চাকরিহারা শিক্ষক
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)