কলকাতা: আজ দলের সর্বস্তরের নেতা, কর্মী, জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এই সাংগঠনিক সভার মূল মঞ্চে ছবি থাকছে শুধু তাঁরই। তৃণমূল সূত্রে খবর, ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এই কর্মিসভা থেকে প্রয়োজনীয় বার্তা দেবেন দলনেত্রী। যা নিয়ে কটাক্ষ পাল্টা করেছে বিজেপি।
তৃণমূলের শীর্ষ মহলে ক্ষমতা নিয়ে টানাপোড়েনের জল্পনার আবহেই আজ, বৃহস্পতিবার দলের সর্বস্তরের নেতা, কর্মী, জনপ্রতিনিধিদের একটা বড় অংশের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। আর তাৎপর্যপূর্ণভাবে এই কর্মিসভার মূল মঞ্চে ছবি থাকছে শুধু তাঁরই। সাম্প্রতিককালে একের পর এক বৈঠকে থেকে তৃণমূল নেত্রী স্পষ্ট করে দিয়েছেন, দলে শেষ কথা তিনিই। অর্থাৎ ক্ষমতার দুটি ভরকেন্দ্রের কোনও প্রশ্নই নেই।
গত বছর অর্থাৎ ২০২৩-এর ২৩ নভেম্বর তৃণমূলের এরকমই একটি কর্মিসভা হয়েছিল। যেখানে মূল মঞ্চে ছবি ছিল শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। সেইসময় তৃণমূলের অন্দর থেকেই কেউ কেউ বলেছিলেন, মূল মঞ্চে অভিষেকের ছবি থাকা উচিত ছিল। এবার তৃণমূলের ফের এক কর্মিসভা। আর এবারও মূল মঞ্চে ছবি শুধু সেই মমতা বন্দ্য়োপাধ্য়ায়েরই। এপ্রসঙ্গে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্য়োপাধ্য়ায় বলছেন, “অভিষেক সক্রিয় আছে। আপনাদের মনে হয় ও নিষ্ক্রিয় আছে। দিদিকে দেখলে মন ভরে যায়। তাঁর বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে আছি।”
বৃহস্পতিবার সকাল ১১টায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হবে তৃণমূলের কর্মিসভা। সাম্প্রতিক অতীতে মমতা বন্দ্য়োপাধ্য়ায় আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন তৃণমূলে আই প্য়াকের রমরমা এখন অতীত। তৃণমূল সূত্রে খবর, বৃহস্পতিবারের সভা থেকে ফের একবার সেই অবস্থান স্পষ্ট করে দিতে পারেন তৃণমূলনেত্রী।
তৃণমূল সূত্রে খবর,
- ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এই কর্মিসভা থেকে প্রয়োজনীয় বার্তা দেবেন দলনেত্রী।
- আগামী দিন দল কোন পথে চলবে? তার দিকনির্দেশের সম্ভাবনা রয়েছে
- শৃঙ্খলার প্রশ্নে আপোষহীন কঠোর মনোভাবও ফের একবার বুঝিয়ে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।
- গোষ্ঠীদ্বন্দ্ব কাটিয়ে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তাও থাকতে পারে তৃণমূলনেত্রীর ভাষণে।
- বৃহস্পতিবারের কর্মিসভা থেকে সাংগঠনিক রদবদলের সিদ্ধান্তও হতে পারে বলে মনে করা হচ্ছে।
- তৃণমূল সূত্রে খবর, দলের ছাত্র ও যুব সংগঠনে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: HS Exam 2025: কমল পরীক্ষার্থীর সংখ্যা, উচ্চমাধ্যমিকের আগে একগুচ্ছ নির্দেশিকা সংসদের
আরও দেখুন