কলকাতা : ভারতের উদ্দেশে বাংলাদেশ থেকে ক্রমাগত উড়ে আসছে হুমকি-হুঁশিয়ারি। কূটনৈতিক সম্পর্কের তোয়াক্কা না করেই সরাসরি বাংলা-বিহার-ওড়িশা দখলের হুঁশিয়ারি দিয়েছেন খালেদা জিয়ার দল BNP-র নেতা। এই হুঁশিয়ারি নিয়ে মুখ খুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিধানসভা দাঁড়িয়ে এদিন তিনি মন্তব্য করেন, ‘ ‘কেউ কেউ বলছেন বিহার দখল করবেন, ওড়িশা দখল করবেন…, আমি বলি ভাই, ভালো থাকবেন। সুস্থ থাকবেন। সুন্দর থাকবেন। কিন্তু, এতটাও হিম্মত আপনার কেন, কারো নেই। যে বাংলা, বিহার, ওড়িশা সব নিয়ে নেবেন..আর আমরা বসে বসে ললিপপ খাব।’ তাঁর এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ঝড় উঠল নেটাগরিকদের মধ্যে। বিভিন্ন জন বিভিন্ন মন্তব্যে ভরালেন কমেন্ট বক্স।
Ria Paul নামক এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, “আপনার সরকার এতদিন তোষণ করে পশ্চিমবঙ্গে অনেকগুলো মিনি বাংলাদেশ বানিয়ে ফেলেছেন। যেমন- পার্ক সার্কাস, মেটিয়াবুরুজ, পৈলান, খিদিরপুর, মোমিনপুর, খোড়িবেড়িয়া। এছাড়াও ডায়মন্ড হারবারের দিকে বিভিন্ন জায়গা (জেলাগুলোতেও এমন অনেক গ্রাম বা এলাকা আছে, সেগুলো আমি অত বিস্তৃত জানি না হয়তো)। অতএব এখন আর বড়, ছোট, মেজো কোনও বার্তা দিয়েই কোনো লাভ নেই।”
সবুজ চারিদিকে নামে জনৈক ব্যবহারকারী লিখেছেন, “মমতা বন্দ্যোপাধ্য়ায়কে দেখে মোদি বাবুর শেখা উচিত। ওঁর তো বাংলাদেশে মৌলবাদী শক্তির ভয়ে মুখ থেকে আওয়াজ বের হচ্ছে না। ৫৬ ইঞ্চি শুকিয়ে ১৬ ইঞ্চি হয়ে গেছে।”
Neel Lahiri নামে অপর এক ব্যবহারকারী লেখেন, “দিদি বাংলাদেশকে হাল্কাভাবে নেবেন না। সত্যি আমরা খুব ভয় পেয়েছি (ইমোজি-সহ)। গোটা বিশ্ব এখন বাংলাদেশকে ভয় পাচ্ছে। CIA রিপোর্ট অনুযায়ী, প্রেসিডেন্টের চেয়ারে বসার আগেই ডোনাল্ড ট্রাম্পের রাতের ঘুম কেড়ে নিয়েছে বাংলাদেশ ও তাদের জামাতি সায়েনটিস্টরা। কারণ, বাংলাদেশ ইতিমধ্যে উন্নতি প্রযুক্তি সম্পন্ন কিছু অস্ত্র বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। যেমন- ফাটা বাঁশের অ্যাসল্ট রাইফেল, কলা গাছের সাবমেরিন, কদম গাছের তৈরি ১২০০০ কিমি রেঞ্জের ক্রুজ মিসাইল, যা দিয়ে হোয়াইট হাউসকে অনায়াসেই টার্গেট করা যাবে। এছাড়াও রিক্সার ট্যাহ্কার, বাইকের ফাটা টিউব দিয়ে তৈরি ডেস্ট্রয়ার ইত্যাদি অত্যাধুনিক অস্ত্র আছে বাংলাদেশের কাছে।” Bangladesh News
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও দেখুন