# Tags
#Blog

BJP র ডাকা বনধের দিনই RG করের নির্যাতিতার পরিবারকে বিশেষ বার্তা মমতার

BJP র  ডাকা বনধের দিনই RG করের নির্যাতিতার পরিবারকে বিশেষ বার্তা মমতার
Listen to this article


কলকাতা : তৃণমূল ছাত্র পরিষদের ( TMC )  প্রতিষ্ঠা দিবসে আর জি করের ঘটনা নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee ) । নিহত ছাত্রীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দিলেন বিশেষ বার্তা। মঙ্গলবার আরজি করের ঘটনার সুবিচার ও মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চেয়ে নবান্ন অভিযান করে ‘ছাত্রসমাজ’। সেই মিছিলে পুলিশের অ্যাকশনের প্রতিবাদে বুধবার ১২ ঘণ্টার বনধ ডাকে বিজেপি। আর সেই দিনই আরজি করে নিহত ছাত্রীর পরিবারকে বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।                    

মমতার বার্তা       

মমতা বন্দ্যোপাধ্যায় লিখলেন, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে উৎসর্গ করছি আমাদের সেই বোনকে, যাঁকে আমরা কয়েক দিন আগে আর জি কর হাসপাতালে মর্মান্তিকভাবে হারিয়ে শোকাহত। আর জি কর হাসপাতালে আমাদের সেই বোনকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছিল। তাঁর পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে, দ্রুততম গতিতে সেই ঘটনার সুবিচার চেয়ে, সেইসঙ্গে সারা ভারতে সকল বয়সের যত নারী যেখানে যত অমানুষিক ঘটনার শিকার হয়েছেন, তাঁদের সকলের জন্য আমরা হৃদয়ের অন্তঃস্থল থেকে দুঃখ জ্ঞাপন করি। ছাত্র-ছাত্রীদের বার্তা দিয়ে তৃণমূল নেত্রী লেখেন, ছাত্র-ছাত্রী, যুবক-যুবতীদের একটা বড় সামাজিক ভূমিকা আছে। সমাজ ও সংস্কৃতিকে জাগ্রত রাখার মধ্যে দিয়ে নতুন দিনের স্বপ্ন উপহার দেওয়া এবং চারপাশের সকলকে নতুন দিনের উজ্জ্বল ব্রতে উদ্বুদ্ধ করাই ছাত্র সমাজের কাজ। আজকের দিনে তাঁদের সকলের প্রতি আমার আবেদন, এই প্রচেষ্টায় উদ্বুদ্ধ হন, ব্রতী থাকুন। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: বিজেপির লালবাজার অভিযানে ধুন্ধুমার! ব্যারিকেড ধরে BJP কর্মী-পুলিশ ধস্তাধস্তি 

 

আরও দেখুন





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal