NOW READING:
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে লন্ডন যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কী কর্মসূচি?
March 5, 2025

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে লন্ডন যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কী কর্মসূচি?

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে লন্ডন যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কী কর্মসূচি?
Listen to this article


আশাবুল হোসেন, কলকাতা: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে ২১ মার্চ লন্ডন যাচ্ছেন মমতা। যোগ দেবেন শিল্প সম্মেলনেও। সফরসঙ্গী রাজ্যের একঝাঁক শিল্পপতি। কলকাতায় ফিরবেন ২৮ মার্চ।

আগামী ২১ মার্চ লন্ডন পাড়ি দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার পাশাপাশি, লন্ডনে আরও কিছু কর্মসূচি রয়েছে তাঁর। লন্ডনে বাণিজ্য বৈঠকে যোগ দেবেন তিনি। দেখা করবেন শিল্পপতিদের সঙ্গে। পশ্চিমবঙ্গে শিল্প বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন বলে খবর। এই বাণিজ্য বৈঠকের আয়োজন WBIDC (West Bengal Industrial Development Corporation) , FICCI (Federation of Indian Chambers of Commerce and Industry) সহ লন্ডনের শিল্প মহল (UKIBC)। আগামী ২৫ মার্চ রয়েছে এই বাণিজ্য বৈঠক। এরপর ২৭ মার্চ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে ২০১৫ সালের  মুখ্যমন্ত্রী লন্ডন সফরে গিয়েছিলেন। সেখানে তাঁর মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য তাঁর সঙ্গে ছিলেন। যার মধ্যে ছিলেন তৎকালীন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র, যিনি বর্তমানে মুখ্যমন্ত্রীর প্রধান অর্থনৈতিক উপদেষ্টা।

ফেব্রুয়ারি মাসে অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন আয়োজন করা হয় কলকাতায়। দুদিনের এই শিল্প সম্মেলনে উপস্থিত হয়েছিলেন একঝাঁক শিল্পপতি। এবারের বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনে ৪ লক্ষ ৪০ হাজার ৫৯৫ কোটির বিনিয়োগ প্রস্তাব এসেছে বলে জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবছর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ৪০ দেশের প্রায় ২০০ জন প্রতিনিধি অংশ নেন। সম্মেলন শুরুর দিনেই বাংলার শিল্প সম্ভাবনার ভূয়সী প্রশংসা করে কোটি কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব দেন মুকেশ আম্বানি, সজ্জন জিন্দলরা। শিল্প সম্মেলনের শেষ দিন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “BGBS ২০২৫-এ আমরা ৪ লক্ষ ৪০ হাজার ৫৯৫ কোটির বিনিয়োগ প্রস্তাব পেয়েছি। সেটা ছাড়াও আরও অনেক বড় প্রকল্পের প্রস্তাব আসছে। গত ৭ BGBS-এ ১৯ লক্ষ কোটি টাকার বেশি বিনিয়োগ প্রস্তাব পেয়েছি। ১৩ লক্ষ কোটি ইতিমধ্যেই হয়ে গেছে এবং ৬ লক্ষ কোটি টাকার প্রকল্পের কাজ চলছে। কারণ কিছু প্রকল্পে সময় লাগে। শুধু মুকেশ জি ১ লক্ষ কোটি টাকার প্রস্তাব দিয়েছেন। প্রথম দফায় ৫০ হাজার কোটি, তারপর ৫০ হাজার কোটি। সজ্জন জিন্দল-জিও একটি পাওয়ার প্ল্যান্ট ও অন্যান্য ঘোষণা করেছেন। অন্ডাল বিমানবন্দরের উন্নয়নেও আগ্রহী। অন্যান্য পাওয়ার সেক্টরেও আগ্রহী। অনেক শিল্পপতি স্টিল ইন্ডাস্ট্রিতে আগ্রহী।”

আরও পড়ুন: Tangra News Update: স্ত্রী ও মেয়ের ছবি দেখে অঝোরে কান্না, ট্যাংরাকাণ্ডে ধৃত ছোট ভাইকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ

আরও দেখুন



Source link