NOW READING:
অক্সফোর্ডের কেলগ কলেজে মুখ্যমন্ত্রীর বক্তৃতার মাঝে ছন্দপতন, SFI-এর বিক্ষোভ
March 28, 2025

অক্সফোর্ডের কেলগ কলেজে মুখ্যমন্ত্রীর বক্তৃতার মাঝে ছন্দপতন, SFI-এর বিক্ষোভ

অক্সফোর্ডের কেলগ কলেজে মুখ্যমন্ত্রীর বক্তৃতার মাঝে ছন্দপতন, SFI-এর বিক্ষোভ
Listen to this article



<p>ABP Ananda Live: অক্সফোর্ডের কেলগ কলেজে মুখ্যমন্ত্রীর বক্তৃতার মাঝে ছন্দপতন। পশ্চিমবঙ্গের শিল্পায়ন নিয়ে বলতে গেলে, মুখ্যমন্ত্রীকে একের পর এক প্রশ্ন SFI সমর্থকদের। পাল্টা, আর জি করে ‘ক্রাউড ফান্ডিং’ থেকে মিথ্যাচারের অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্য়মন্ত্রীর সফরসঙ্গী কুণাল ঘোষ সোশাল মিডিয়ায় লিখেছেন, অক্সফোর্ডে ছ’টা বাম-রামের পরিকল্পিত অসভ্যতা উড়িয়ে ছক্কা হাঁকালেন মমতা। অক্সফোর্ড বিশ্ববিদ্য়ালয়ের কেলগ কলেজে মুখ্য়মন্ত্রীর বক্তৃতা চলাকালীন SFI-এর বিক্ষোভ। অক্সফোর্ডে গিয়ে মিথ্যাভাষণ দেবেন, আর SFI চুপ করে শুনবে? পোস্ট SFI-এর। পাল্টা, মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় যান এবং আপনার পার্টিকে বলুন আরও শক্তিশালী হতে। অক্সফোর্ডের কেলগ কলেজে মুখ্যমন্ত্রীর বক্তৃতার মাঝে ছন্দপতন। আর জি কর নিয়ে মুখ্যমন্ত্রীকে একের পর এক প্রশ্ন SFI সমর্থকদের। পাল্টা, আর জি করে ‘ক্রাউড ফান্ডিং’ থেকে মিথ্যাচারের অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।&nbsp;</p>



Source link