NOW READING:
নিজের হাতেই দলের রাশ, বোঝানোর পর আজ কর্মিসভায় কী বার্তা নেত্রীর?
February 27, 2025

নিজের হাতেই দলের রাশ, বোঝানোর পর আজ কর্মিসভায় কী বার্তা নেত্রীর?

নিজের হাতেই দলের রাশ, বোঝানোর পর আজ কর্মিসভায় কী বার্তা নেত্রীর?
Listen to this article



<p>ABP Ananda Live: তৃণমূলের কর্মিসভায় মূল বক্তা মমতা বন্দ্যোপাধ্য়ায়। মূল মঞ্চে ছবিও একমাত্র নেত্রীরই রয়েছে।&nbsp; নেতাজি ইন্ডোরে মূল মঞ্চে তৃণমূলের সর্বস্তরের কর্মিসভায় মূল বক্তা দলনেত্রীই। থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু, মঞ্চের ব্যানারে দলের ‘সেকন্ড ইন কমান্ডের’ কোনও ছবি না থাকায় রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।</p>
<p>২০২৩ সালের ২৩ নভেম্বর এই নেতাজি ইন্ডোরেই তৃণমূলের কর্মিসভা হয়েছিল। সেই কর্মিসভার মূল মঞ্চের ব্যানারে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিই ছিল। সেবার চোখের অসুস্থতার কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় মূল অনুষ্ঠানে ছিলেন না। কিন্তু, তিনি ভার্চুয়ালি বক্তব্য রেখেছিলেন। যদিও পরবর্তীকালে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের&nbsp;ছবি নেই তা নিয়ে কিছু নেতা বিতর্কের সৃষ্টি করেছিলেন। কিন্তু, সেই বিতর্কের অবসান হয়েছে। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় দলের রাশ পুরোপুরি নিজের হাতে নিয়েছেন।</p>



Source link