NOW READING:
জ্যোতিপ্রিয়কে নিয়ে পরিষদীয় দলের বৈঠকে মুখ খুললেন মুখ্যমন্ত্রী, ‘বালুর বিরুদ্ধে…’
February 10, 2025

জ্যোতিপ্রিয়কে নিয়ে পরিষদীয় দলের বৈঠকে মুখ খুললেন মুখ্যমন্ত্রী, ‘বালুর বিরুদ্ধে…’

জ্যোতিপ্রিয়কে নিয়ে পরিষদীয় দলের বৈঠকে মুখ খুললেন মুখ্যমন্ত্রী, ‘বালুর বিরুদ্ধে…’
Listen to this article


আশাবুল হোসেন, কলকাতা : জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে সোমবার পরিষদীয় দলের বৈঠকে মুখ খুলেছেন মুখ্য়মন্ত্রী। ‘অন্যায়ভাবে বালুকে আড়াই বছর জেলে আটকে রাখা হয়েছিল, কোনও তথ্যপ্রমাণ দেওয়া যায়নি।’ এমনই অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

তিনি যে জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে রয়েছেন, সেই বার্তা স্পষ্ট দিয়েছেন তৃণমূল নেত্রী। তিনি বলেছেন, ‘বালুর বিরুদ্ধে আদালতে তথ্যপ্রমাণ জমা দিতে পারেনি ইডি। কিন্তু, এতদিন ধরে তাঁকে জেলে আটকে রাখা হল। কোনও তথ্যপ্রমাণ দেওয়া গেল না। কোটি কোটি টাকা দুর্নীতির কথা বলা হল । কোনও তথ্যপ্রমাণ নেই। ফলে তাঁকে অন্যায়ভাবে অহেতুক আটকে রাখা হল এতদিন।’ তিনি যে জ্যোতিপ্রিয় মল্লিকের প্রতি সহানুভূতিশীল, এই বার্তাটাই আজ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

কখনও ‘দুর্নীতির গঙ্গাসাগর’। কখনও রেশন কেলেঙ্কারির ‘রিংমাস্টার’। আবার কখনও দুর্নীতির ‘কিংপিন ও কিংমেকার’। মামলা চলাকালীন প্রাক্তন খাদ্য়মন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিককে এরকম নানা বিশেষণে ভূষিত করেছিল কেন্দ্রীয় এজেন্সি ইডি ! অবশেষে  রেশন দুর্নীতি মামলায় প্রায় ১৫ মাস পর জামিন পান তিনি। গত মাসেই তাঁর জামিন মঞ্জুর করে ব্য়াঙ্কশাল কোর্ট।

জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের আবেদনের শুনানির মামলা চলাকালীন সম্প্রতি তিনজনকে গ্রেফতার করে ইডি। সেই প্রসঙ্গ উল্লেখ করে নির্দেশনামায় বিচারক লেখেন, ধৃতদের বয়ান রেকর্ড করা হয়েছে প্রায় ১ বছর আগে অথচ গ্রেফতার করল গত ২৪ ডিসেম্বর। এই ধরনের গ্রেফতারি আদালতকে প্রভাবিত করে অভিযুক্তর বন্দিদশাকে দীর্ঘায়িত করার উদ্দেশ্যে করা হয়েছে বলেই মনে করা হচ্ছে। 

রেশন দুর্নীতি মামলায় ব্য়বসায়ী বাকিবুর রহমানকে গ্রেফতারের পর ২০২৩ সালের ২৭ অক্টোবর জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তারপর থেকে একাধিকবার আদালতে কখনও তারা বলেছে, আমরা যদি পাখির চোখে দেখি, গঙ্গায় যেমন বিভিন্ন নদীর শাখাপ্রশাখা মিলিত হয়, তেমনই রেশন দুর্নীতির সবটাই গিয়ে মিশছে বালু-তে। এক্ষেত্রে ভুয়ো সংস্থা থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সবেতেই ওঁর (জ্য়োতিপ্রিয় মল্লিক) লোক ছিল। 

গত মাসে জামিনের নির্দেশনামায় বিচারক বলেছেন, এখানে নিরবিচ্ছিন্ন মানি ট্রেল বা আর্থিক তছরুপ পাওয়া যায়নি। ইডি অনেক নথি দিয়েছে। যেগুলো কয়েকটা পাতা মাত্র। সেগুলোকে কখনই অকাট্য প্রমাণ হিসেবে বিবেচিত হতে পারে না। অনেক ক্ষেত্রে ইডি এক্তিয়ারভুক্ত আইনি ঘেরাটোপের বাইরে গিয়ে এই মামলায় তদন্ত করেছে। 

গত বছর গরুপাচার মামলায় জামিন পেয়ে ঘরে ফিরেছিলেন তৃণমূলের এক হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডল। আর এবছরের শুরুতে জামিন পান জ্যোতিপ্রিয় মল্লিক। 

আরও দেখুন



Source link