NOW READING:
‘কিছু গণশত্রু রয়েছে, …নোংরা খেলা খেলছে; বাংলার মাকে অসম্মান করবেন না’, কাদের নিশানা মমতার?
March 20, 2025

‘কিছু গণশত্রু রয়েছে, …নোংরা খেলা খেলছে; বাংলার মাকে অসম্মান করবেন না’, কাদের নিশানা মমতার?

‘কিছু গণশত্রু রয়েছে, …নোংরা খেলা খেলছে; বাংলার মাকে অসম্মান করবেন না’, কাদের নিশানা মমতার?
Listen to this article


কলকাতা: বিদেশের কলেজে বক্তৃতা করতে যাওয়ার আমন্ত্রণ এসেছে বলে আগেই জানা গিয়েছিল। সেই উপলক্ষে বিদেশে রওনা দেওয়ার আগে নাম না করে বিরোধীদের বিঁধলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার অভিযোগ, বিদেশ সফরের আগে ইমেল পাঠিয়ে তাঁর নামে খারাপ কথা বলা হয়েছে। দেশের অন্য নেতারা যখন বিদেশ সফরে যান, তাঁরা কারও নামে কোনও কুকথা বলেন না। কিন্তু তাঁর বেলায় ভুয়ো খবর ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন মমতা। (Mamata Banerjee)

বিদেশ সফরে যাওয়ার আগে বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মমতা বলেন, “আমাদের কোনও নেতা যখন বাইরে যান, আমরা তাঁদের অসম্মান করি না। অবমাননাকর কিছু লিখি না।  কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হল, কিছু গণশত্রু রয়েছে, গোটা দেশে তো বটেই, আমাদের রাজ্যে বিশেষ করে…নোংরা খেলা খেলছে। হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ইমেলের মাধ্যমে খসড়া তৈরি করে পাঠাচ্ছে। বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে বলা হচ্ছে, আমরা বাংলার লোকজন খুব খারাপ।” (Kolkata News)

মমতা আরও বলেন, “আমার কোনও সমস্যা নেই। আমার বিরোধী হলেও, ওদের গণতান্ত্রিক অধিকার আছে। আমার কোনও দুঃখ নেই। প্রথম থেকে লড়াই করে আসছি। আমার লড়াইয়ের কথা তাঁরা জানেন। কাদের জন্য আমি প্রায় মারা যাচ্ছিলাম? এদের জন্য, যারা চিঠি লিখছে, পাঠাচ্ছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়াচ্ছে। বাংলাকে এভাবে অপমান না করে, বাংলা মাকে যদি অসম্মান করতে চান কেউ, বলব, আমাকে অসম্মান করুন। বাংলার মাকে অসম্মান করবেন না, বাংলার মাটিকে অসম্মান করবেন না। এর জবাব মানুষ আপনাদের দিয়েছে অনেক বার, আবার দেবে। আমরা কিন্তু ইমেলগুলি পাঠিয়েছি, হোয়াটসঅ্যাপ গ্রুপের মেসেজও আছে কিছু কিছু।”

সেখানেই থামেননি মমতা। তিনি বলেন, “আমাকে বলুন, আমার ডিগ্রি কখন ব্যবহার করেছি আমি? সেন্ট জেভিয়ার্স আমাকে সাম্মানিক ডিলিট দিয়েছে, কলকাতা বিশ্ববিদ্যালয়েও দিয়েছে। আমি কি নামের আগে ডক্টরেট লিখি? আমি লিখি না। যদি পড়াশোনা করে থাকি, যদি ভিখারিও হই, আমি অতি সাধারণ হলেও… আমি যদি বাংলা মিডিয়াম স্কুলে পড়েছি। কিন্তু সাধারণ বলে অপমান করতে পারেন না। শিক্ষার অধিকার মানবসভ্যতার, মানবিকতার। শিক্ষা অপমান করতে শেখায় না। আমাকে অসম্মান করতে গিয়ে আমার মাতৃভূমিকে অসম্মান করবে না। আমার বিনীত অনুরোধ।”

মমতা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় তাঁকে ডেকেছে, কী প্রশ্ন রাখা হবে, কী রাখা হবে না, তারাই সিদ্ধান্ত নেবে। তিনি সব প্রশ্নের উত্তর দিতে তৈরি আছেন। মমতা জানান, প্রথমে নিজেকে সম্মান করতে জানতে হয়, নিজের মাতৃভূমি, নিজের দেশকে সম্মান করতে হয়। কিন্তু দেশের প্রতি কোনও অবদান নেই এমন কিছু মানুষ শুধুমাত্র বিপ্লবের নামে টাকা তোলেন। আর অন্যদের লড়াইকে অসম্মান করেন, অন্যদের বদনাম করেন। 

মমতা জানিয়েছেন, জাপান, পোল্যান্ডের মতো দেশ থেকেও আমন্ত্রণ পেয়েছিলেন তিনি। কিন্তু ব্রিটেনের সঙ্গে বাংলার অনেকদিনের সম্পর্ক। রাজনৈতিক, সাংস্কৃতিক  যোগ রয়েছে পরস্পরের সঙ্গে। আর সেই প্রসঙ্গেই বিরোধীদের উদ্দেশে বলেন, “অন্য দেশ থেকে ইমেলগুলি পেয়েছি ভার্চুয়ালিও অনেকে থাকছেন। গণশত্রুরা কী ভাবে, আমার পরিচিত কেউ নেই? আমাদেরও পরিচিত অনেকে বিদেশে থাকেন। আমাদের অফিসারের ছেলেমেয়েরা বিদেশে পড়াশোনা করেন। আমি নিশ্চয়ই চাইব না, তাঁরা আপনাদের বিরুদ্ধে একই কাজ করুন। আসলে ঈর্ষার কোনও ওষুধ নেই। আমাদের আবিষ্কার করতে হবে। এসব চালাকি কখনও কখনও চলে যায়, কিন্তু সর্বদা চলে না। কখনও কখনও মানুষকে বোকা বানানো যায়, চিরকাল যায় না।”

বর্তমানে বাম, উগ্র বাম এবং সাম্প্রদায়িক দলের মধ্যে কোনও ভেদাভেদ নেই বলেও দাবি করেন মমতা। বাংলার নির্বাচনে ছাপ্পাভোট হয় বলে মিথ্যে প্রচার হচ্ছে বলেও দাবি করেন তিনি। মমতা জানান, রাজ্যে নির্বাচন কমিশনের নজরদারিতে, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়। তিনি জানান, সাহস থাকলে সরাসরি তাঁকে প্রশ্ন করা উচিত। নিজের ব্যাপারে মমতা বলেন, “আয়্যাম ভেরি বোল্ড, ভেরি স্ট্রং, আই হ্যাভ দ্যাট কনফিডেন্স। আমি শুধু গণশত্রুদের ব্যাপারে জানিয়ে গেলাম।”

বিদেশ সফরে থাকাকালীন রাজ্যে যাতে কোনও সমস্যা না হয়, সর্বক্ষণ যাতে তাঁর সঙ্গে যোগাযোগ রাখা যায়, তার জন্য বিশেষ টাস্কফোর্স গঠনও করে দিয়েছেন মমতা। কেন্দ্রীয় সরকারের ছাড়পত্র পেয়েই বিদেশ যাচ্ছেন বলেও জানিয়ে দেন মমতা।

আরও দেখুন



Source link