NOW READING:
আজ সন্দেশখালি যাচ্ছেন মমতা, তার আগে তৃণমূলে যোগ সুজয় মাস্টারের
December 30, 2024

আজ সন্দেশখালি যাচ্ছেন মমতা, তার আগে তৃণমূলে যোগ সুজয় মাস্টারের

আজ সন্দেশখালি যাচ্ছেন মমতা, তার আগে তৃণমূলে যোগ সুজয় মাস্টারের
Listen to this article


Sandeshkhali Chaos: বছর শেষে আজ সন্দেশখালিতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালিকাণ্ডের প্রায় এক বছর পর আজ শেখ শাহজাহানের এলাকায় পা রাখছেন মুখ্য়মন্ত্রী। তার আগেই সন্দেশখালিতে উলট পুরাণ। প্রতিবাদী আন্দোলনের অন্যতম মুখ সুজয় মাস্টার ওরফে সুজয় মণ্ডল যোগ দিলেন তৃণমূলে। গতকাল সন্দেশখালি ২ নম্বর ব্লকের তৃণমূল পার্টি অফিসে গিয়ে শাসকদলে নাম লিখিয়েছেন তিনি।

 

 

বাংলাদেশে হিন্দু বিদ্বেষ চরমে। আমন্ত্রণ জানানো সত্ত্বেও চট্টগ্রামে ইউনূস সরকার আয়োজিত সম্প্রীতি সমাবেশে যেতে বাধা সনাতনী সমাজের প্রতিনিধিদের। অধ্যাপক-সাধু সন্তদের বলা হল গোয়েন্দা। দিল্লিতে পাকড়াও ১৫ জন বাংলাদেশিরও বঙ্গ-যোগ! অনুপ্রবেশকারীদের আধার কার্ডে পশ্চিমবঙ্গের ঠিকানা। ফেরত পাঠানো হল ওপারে। চিহ্নিত ৪০০ বাংলাদেশি পরিবার। জালে পাসপোর্ট জালিয়াতির আরেক ধুরন্ধর। গাইঘাটায় গ্রেফতার বেহালার ট্রাভেল সংস্থার কর্ণধার। জাল নথিতে বানানো পাসপোর্ট দেখিয়ে ভিসার ব্যবস্থাও করে দিত মনোজ, আদালতে দাবি পুলিশের। পাসপোর্ট ভেরিফিকেশনে পুলিশের সরাসরি ভূমিকা নেই। একের পর এক জালিয়াতি প্রকাশ্যে আসতেই দাবি ডিজির।



Source link