কলকাতা: সরানো হল রাজ্য পুলিশের গোয়েন্দা প্রধানকে। গোয়েন্দাপ্রধান রাজশেখরনকে পাঠানো হল অপেক্ষাকৃত কম গুরুত্বের এডিজি(ট্রেনিং) পদে। এডিজি(ট্রেনিং) পদে দময়ন্তী সেনের জায়গায় নিয়ে আসা হল রাজশেখরনকে। নতুন গোয়েন্দাপ্রধান কে? এখনও পর্যন্ত নির্দেশিকা প্রকাশ করেনি নবান্ন। কেন রাজশেখরনকে কম গুরুত্বপূর্ণ পদে সরানো হল, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। তবে নবান্ন সূত্রে জানানো হয়েছে, এটা রুটিন রদবদল। (WB CID Reshuffle)
বুধবার নবান্নের তরফে এই মর্মে নির্দেশিকা প্রকাশ করা হয়। রাজশেখরনকে এডিজি (ট্রেনিং) পদে পাঠানোর পাশাপাশি, IPS অফিসার আর শিবকুমার, যিনি এডিজি (পলিসি) ছিলেন, তাঁর জায়গায় আনা হয়েছে দময়ন্তীকে। রাজীব মিশ্র, যিনি এনফোর্সমেন্ট ব্রাঞ্চের এডিজি ছিলেন, তাঁকে এডিজি (মডার্নাইজেশন) করা হয়েছে। (Mamata Banerjee)
CID-র নতুন প্রধান কে হচ্ছেন, এখনও পর্যন্ত জানায়নি নবান্ন। তবে প্রশাসনের অন্দরে জল্পনা, এডিজি সিআইডি-২ পদে আসীন বিশাল গর্গ আপাতত সবকিছু দেখবেন। তিনি CID-র সবথেকে সিনিয়র অফিসার। যতদিন না পদে নতুন কাউকে আনা হচ্ছে, বিশালই রাজ্য গোয়েন্দা বিভাগকে নেতৃত্ব দিতে পারেন। CID-তে আরও রদবদল করা হতে পারে বলে খবর।
রাজ্য CID-তে যে রদবদল ঘটতে চলেছে, গত ২১ নভেম্বরই যদিও তার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে রাজশেখরনকে সরানোর সিদ্ধান্ত বেশ গুরুত্বপূর্ণ। নবান্নে যখন CID-তে রদবদল ঘটানোর ঘোষণা করেন, সেই সময় পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে অসন্তোষও প্রকাশ করেন মমতা। CID-র খোলনলচে বদলে দেবেন বলে জানিয়েছিলেন। অনেক ক্ষেত্রে দুর্নীতির সঙ্গে পুলিশ-প্রশাসনের নামও জড়িয়ে যাচ্ছে বলে জানিয়েছিলেন মমতা। অভিযোগগুলি খতিয়ে দেখতে বলার পাশাপাশি, ডিজি-র উদ্দেশে বলেন, “আমি যদি নিজেকে ক্ষমা না করি, তোমরা কাকে ভয় পাচ্ছো?” সেই মতোই এবার CID-তে রদবদল হল।
নবান্ন সূত্রে খবর, CID-র বেশ কিছু কাজ নিয়ে ক্ষুব্ধ ছিলেন মমতা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কয়লাপাচাল, বালিপাচার, আলুপাচার নিয়ে যে যে অভিযোগ উঠে আসছে, তাতে CID যে সক্রিয় ভূমিকা পালন করছে না বার বার উঠে এসেছে এমন অভিযোগ। নবান্নের বৈঠকেও সেকথা জানিয়েছিলেন মমতা। তাই এমন একজনকে CID-র প্রধান করার ভাবনা চলছে, যিনি রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমাররে সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারেন। রাজীবকে অত্যন্ত ভরসা করেন মমতা। তাই CID প্রধান হিসেবেও উপযুক্ত মুখ খুঁজছেন মমতা। শুধু তাই নয়, CID-র নয়া প্রধান এলে, IG এবং DIG পদেও নতুন মুখ আনা হতে পারে বলে জানা যাচ্ছে।
জানা যাচ্ছে, পুলিশ এবং প্রশাসনের কাজকর্মের মধ্যে কোথাও একটা মনে হয়েছিল, নবান্ন আর ভরকেন্দ্র থাকছে না। তার বাইরেও একটা ভরকেন্দ্র তৈরি হয়েছিল, যেখানে শাসকদলের একটি অংশ প্রভাব খাটাচ্ছিল। কিন্তু মমতা ভরকেন্দ্র নবান্নে রাখার পক্ষে। পুলিশ ও প্রশাসনের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে চান তিনি, যা কার্যকর করবেন রাজীবকুমার। তাই আর কোন কোন পদে রদবদল হতে চলেছে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
আরও দেখুন