‘বাচ্চারা স্কুলে সেমিস্টার দেবে? চলবে না’, ব্রাত্যকে তীব্র ভর্ৎসনা মমতার
কলকাতা: প্রাথমিক শিক্ষায় সেমিস্টার চালু করা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভর্ৎসিত রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। প্রাথমিক স্কুলে পড়া একটা বাচ্চা সেমিস্টার দেবে? প্রশ্ন তুললেন মমতা। প্রাথমিক স্কুলে সেমিস্টার চালু করা নিয়ে তাঁকে কিছু জানানোও হয়নি বলে জানালেন মমতা। স্কুলে এসব চলবে না বলে জানিয়ে দিলেন।
বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মমতা। সেখানে উপস্থিত ছিলেন ব্রাত্যও। আলোচনা চলাকালীন প্রাথমিক শিক্ষায় সেমিস্টার পদ্ধতি চালু করা নিয়ে তাঁকে ভর্ৎসনা করেন মমতা। বলেন, “প্রাথমিক স্তরে সেমিস্টার। আমি কাগজে দেখলাম। আমি জানতাম না, মুখ্যসচিবও জানতেন না। ব্রাত্য তুমি শিক্ষামন্ত্রী। কিন্তু শিক্ষায় নতুন নীতি চালু করতে সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের সঙ্গে পরামর্শ করো।”
জবাবে ব্রাত্য জানান, “দিদি আমিও কাগজে দেখে পরশু দিন মুখ্যসচিবকে জানাই। আপনি বলেল তবেই বিজ্ঞপ্তি দেওয়া হবে।” এতে মমতা আরও অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “কাগজে আগে বেরোল কী করে? আমি কোনও কথা শুনতে চাই না। পাবলিক তো আগে জেনে গেল! যা মেসেজ চলে যাওয়ার চলে গিয়েছে। ওটা হবে না।”
সংবাদমাধ্যমে আগে কী করে বিষয়টি বেরোল, তার সদুত্তর দিতে পারেননি ব্রাত্য। এতে মমতা বলেন, “চারজন উপদেষ্টা মিলে সিদ্ধান্ত নিয়ে বলে দিল আর হয়ে গেল! আমি চাই বাচ্চাদের ব্যাগের ভার কমাতে। এমনিতেই এখনকার শিক্ষার ভার খুব বেশি। ওইটুকু বাচ্চারা কথাই বলতে পারে না ঠিক করে! টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার বলতে পারে না। তাদের শেখানো হয়। তারা সেমিস্টার দেবে? ওয়ান-টুয়ের বাচ্চা সেমিস্টার দেবে? কলেজে যেটা চলে, স্কুলে চলে না। স্কুলে এগুলো হয় না। যা চলছিল, তাই চলবে। স্কুলে কোনও সেমিস্টার চলবে। শিক্ষার ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদের সঙ্গে আগে কথা বলতে হবে, তার পর সংবাদমাধ্যমে যাবে।”
Education Loan Information:
Calculate Education Loan EMI
আরও দেখুন