কলকাতা: ২০২৪ সালের ২১ জুলাইয়ের মঞ্চ থেকেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Elections 2026) মালদায় (Malda) তৃণমূল কংগ্রেস (TMC) জিতবে বলেই আগাম ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal Chief Minister Mamata Banerjee)। ২১-এর সমাবেশ থেকেই ২৬-এর বিধানসভায় উত্তরবঙ্গের ফল নিয়ে আশা প্রকাশ করতে দেখা গেল তাঁকে।
আরও পড়ুন: Abhishek Banerjee: ‘পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হলে ধর্মেন্দ্র প্রধানকে কেন নয় ?’ প্রশ্ন তুলে দিলেন অভিষেক
গোটা রাজ্য থেকে লোকসভা নির্বাচনে ৪২ টার মধ্যে ২৯টি আসন পেলেও উত্তরবঙ্গে কোচবিহার ছাড়া জয় আসেনি। তাই উত্তরবঙ্গের ফল নিয়ে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো যে চিন্তিত তা রবিবারের সমাবেশ থেকেই বুঝিয়ে দিলেন তিনি। লোকসভা ভোটে রাজ্যে বিপুল জয়ের পর আয়োজিত সবথেকে বড় সভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করার পাশাপাশি উত্তরের আসনগুলিতে দলের ফল নিয়ে আক্ষেপ করতে শোনা গেল তাঁকে। বিশেষ করে মালদার ফল নিয়ে আলাদা করে মন্তব্যও করতে শোনা যায়।
আরও পড়ুন: TMC 21 July Rally: ভোটের দিন মদের পিছনেই ৪০ কোটি, সভ্য লোক BJP করে না: অভিষেক
হালকা বৃষ্টির মধ্যেই ভিড়ঠাসা ধর্মতলার মঞ্চ থেকে উত্তরবঙ্গের মানুষের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “উত্তরবঙ্গে আমাদের ফল খারাপ হয়েছে। আপনার আমাকে কেন ভুল বুঝলেন জানি না। বিজেপি-কংগ্রেস কিছু করেছে আপনাদের জন্য।
আগামীদিনে আশা করি সমর্থন করবেন। বিজেপি কোনওদিন মানুষের জন্য কিছু করেনি। কিন্তু আমি বিশ্বাস করি ২০২৬-এর ভোটে মালদার আম-আমসত্ত্ব আমরা পাবই।”
প্রসঙ্গত উল্লেখ্য, দক্ষিণবঙ্গে তৃণমূল কংগ্রেসে লোকসভা নির্বাচনে এবার দারুণ ফল করলেও উত্তরবঙ্গে সেভাবে প্রভাব ফেলতে পারেনি। মালদায় বহিরাগত প্রার্থী নিয়ে দলের সিদ্ধান্ত বিরুদ্ধে সাংবাদিক বৈঠক করে অসন্তোষ প্রকাশ করতে দেখা গেছিল মৌসম বেনজির নূরকে। যা নিয়ে বিস্তর জলঘোলাও হয় ঘাসফুল শিবিরের অভ্যন্তরে। তাই উত্তরবঙ্গে ভালো ফল করার বার্তা দেওয়ার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় আলাদ ভাবে মালদার নাম উল্লেখ করেছেন বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: TMC 21 July Rally: শুধু নিজের কথা ভাবলে হবে না, ‘২৬-এর জন্য এখন থেকেই প্রস্তুতি, বললেন অভিষেক
আরও দেখুন