NOW READING:
আপনারা করছেন দাঙ্গা, গালাগালি খাচ্ছি আমি, কাদের উদ্দেশে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ?
May 5, 2025

আপনারা করছেন দাঙ্গা, গালাগালি খাচ্ছি আমি, কাদের উদ্দেশে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ?

আপনারা করছেন দাঙ্গা, গালাগালি খাচ্ছি আমি, কাদের উদ্দেশে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ?
Listen to this article


কলকাতা: ওয়াকফ অশান্তির সময়, মুখ্যমন্ত্রীর ‘বারণ’ উপেক্ষা করেই মুর্শিদাবাদে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ। গতকাল এই ইস্যুতে প্রয়োজনে রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশও করেছেন তিনি। রাজ্যপালের ‘৩৫৬’ ইঙ্গিত ঠিক পরপরই, দাঙ্গার পর আজ প্রথমবার মুর্শিদাবাদে যান মুখ্যমন্ত্রী। এদিন মুর্শিদাবাদে গিয়ে একটি বড় প্রশ্ন তুলে দিয়েছেন তিনি। ‘আপনারা করছেন দাঙ্গা, গালাগালি খাচ্ছি আমি I’ কাদের উদ্দেশে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ?

আরও পড়ুন, পাকিস্তানকে কীভাবে প্রত্যাঘাত? দিল্লিতে ম্যারাথন বৈঠকে মোদি

‘কারা করিয়েছেন প্ল্যান করে, কীকরে করিয়েছেন, কীভাবে করিয়েছেন, আমি ক্রসচেক করেছি’

এদিন মুখ্যমন্ত্রী বলেন, কয়েকজন ধর্মীয় নেতা সেজেছেন।  পালে বাঘ না পড়লেও, তাঁরা বাঘ বাঘ করে চিৎকার করে, রাজনৈতিক ফায়দা নেয়। এবং তাঁরাই কিন্তু দাঙ্গা ঘটিয়ে সবচেয়ে আগে পালিয়ে যায়। আমি কাউকে শত্রু বলে মনে করি না। .. কিন্তু দাঙ্গা যারা লাগায়, তাঁদের আমি মিত্র বলে মনে করি না। মুর্শিদাবাদ জেলাকে কেন্দ্র করে, মাত্র দুটি ওয়ার্ডে গন্ডোগোল হয়েছে, সেটাও কারা করিয়েছেন প্ল্যান করে, কীকরে করিয়েছেন, কীভাবে করিয়েছেন, আমি এই কটা দিন ধরে অনেক ক্রসচেক করেছি।এটা কিন্তু মানুষে মানুষে বিভাজন হচ্ছে। দু-তিনটে লোক আছে, তাঁরা এই গন্ডোগোল পাকাচ্ছে। তাঁরা নাকি বিরাট বিরাট ধর্মনেতা। মানে ধর্মের নামে বিধর্মী নেতা। অনেক বড় বড় কথা বলে। আর আর্থিক উৎস…আমার মনে হয় বিজেপির নেতাদের জিজ্ঞেস করবেন, তাঁরাই বলে দেবে। আমি পরিষ্কার বলছি, এর টোটাল সত্য সত্য তথ্য। আর কিছুটা আমার বাকি আছে, পেয়ে গেলে প্রেসের সামনে আসবে। কারা করেছে, কীভাবে প্ল্যান করে করেছে।’

‘আন্দোলনের সময় ৪৮ ঘণ্টা লাইট নিভিয়ে রেখেছিলেন, এটা ক্রিমিনাল অফেন্স..’

মমতার সংযোজন, ‘মুর্শিদাবাদে বিএসএফ কেন গুলি চালিয়েছিল, বিএসএফ গুলি না চালালে পরের দিনের ঘটনা ঘটত না। এখানে একটি সেবাশ্রম আছে, তাঁর কুকীর্তি সবাই জানেন, কীভাবে মানুষকে উস্কানি দেন ? বেলডাঙা থেকে শুরু করে সুতি, ধুলিয়ান, প্রত্যেকটা কাজ জানি। ওয়াকফ আন্দোলনের সময় ৪৮ ঘণ্টা লাইট নিভিয়ে রেখেছিলেন, এটা ক্রিমিনাল অফেন্স। অন্ধকার করছেন কেন মুখকে লুকিয়ে রাখবেন বলে ? আপনারা কী লুকোতে চেয়েছিলেন ? পুলিশকে বলেছি সিআই অফিস ওখান থেকে পাশে সরিয়ে নেবে। কুৎসিত ঘটনা ঘটলে সিসিটিভিতে ওঠে। উনি সেন্ট্রাল প্রোটেকশনে আছেন, হেভি লোডেড ভাইরাস, দেশকে বিক্রি করে দিচ্ছে’, মুর্শিদাবাদে গিয়ে দাঙ্গা নিয়ে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের।

আরও দেখুন



Source link