NOW READING:
তৃণমূলে দলবিরোধী মন্তব্যে রুষ্ট মমতা, ‘এদেরকে বারবার ক্ষমা করা যায় না’ ! কাদেরকে ইঙ্গিত ?
February 10, 2025

তৃণমূলে দলবিরোধী মন্তব্যে রুষ্ট মমতা, ‘এদেরকে বারবার ক্ষমা করা যায় না’ ! কাদেরকে ইঙ্গিত ?

তৃণমূলে দলবিরোধী মন্তব্যে রুষ্ট মমতা, ‘এদেরকে বারবার ক্ষমা করা যায় না’ ! কাদেরকে ইঙ্গিত ?
Listen to this article


কলকাতা: একে দুর্নীতির মামলায় গলা অবধি ডুবে জেরবার রাজ্যের শাসকদল। একের পর এক নেতা, মন্ত্রীরা জেলে গিয়েছেন। কেউবা প্রাক্তন, বহিষ্কৃত দল থেকে। কেউবা ফিরেছেন তিহার থেকে। তা নিয়ে বিরোধীরদের নিশানার মুখে বারবার পড়তে হয়েছে দলকে। কিন্তু এবার বিরোধীরা নয়, বরং দলীয় কোন্দল বারবার প্রকাশ্যে এসেছে। আর এবার সাম্প্রতিকালের নয়া সংযোজন দলবিরোধী মন্তব্য। পরে চাপের মুখে পড়ে ক্ষমাও চেয়ে নিতে দেখা যাচ্ছে শাসকদলের শীর্ষ নের্তৃত্বকে। এই তালিকায় কে নেই। জেলা নের্তৃত্ব থেকে শুরু করে একেবারে শীর্ষ নের্তৃত্ব সকলেই প্রায় রয়েছে। কিন্তু এবার আর ক্ষমা চাওয়াতেই যবনিকা পড়বে না। এদিন পরিষদীয় দলের বৈঠকে কারও নাম না করেই সাফ বার্তা মমতার।

এদিন তৃণমূলে একের পর এক দলবিরোধী মন্তব্যে রুষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়। ‘দলবিরোধী কথা বলে ক্ষমা চাইছেন অনেকে। এদেরকে বারবার ক্ষমা করা যায় না’, পরিষদীয় দলের বৈঠকে সাফ বার্তা মমতার। গতবছর পুজোর আগে, দলের প্রবীণ তথা নবীন সদস্য নিয়ে জলঘোলা হয়েছিল। দলেরই মধ্যে ‘মমতা ও অভিষেক শিবির’ বলে বিতর্কিত মন্তব্য শোনা গিয়েছিল। ইদানিংকালে সোশ্যালে বেশ ভাল মতোই সক্রিয় হতে দেখা যায় তৃণমূলের হেভিওয়েটদের একে, অন্যের বিপরীতে। কথা বলতে বলতে দল বিরোধী কথা বলে, পরে ক্ষমা চাওয়ার উদাহরণও কম নয়। সাংসদ থেকে দলের সাধারণ তৃণমূল কর্মী, কেউ কম যান না। তবে অনেকে অতীতে বিতর্কিত কথা বলে, বহিষ্কৃত হয়েছেন। যদিও সবার ক্ষেত্রে সমান নয়। 

লোকসভা ভোটের আগে, আবার আরও একটা ইস্যুও সামনে এসেছিল। তা হল ঠিক দল বিরোধী নয়, বরং বিরোধী দলের নেতার সঙ্গে দেখা করার অভিযোগ উঠেছিল। যদিও বুদ্ধিমত্তার জোরে, বৈতরীণি পার করেছিলেন সেই সাংসদ। তবে চব্বিশ সালের শেষ থেকে, ২৫ এর গোড়ায় দলবিরোধী মন্তব্যে বারবার উঠে আসছে। আবার দলেরই একাংশের চাপে পড়ে ক্ষমা চাইতে দেখা যাচ্ছে। কিন্তু কথাটা হল, ‘বারবার ক্ষমা করা যায় না’, বলতে কাদের কথা বলতে চেয়েছেন তৃণমূল সুপ্রিমো ? তবে কি অন্দরে ইতিমধ্যেই তালিকা তৈরি ? সময় তা জানান দেবে।

আরও পড়ুন, দিল্লিতে BJP-র জয়ে কুছ পরোয়া নেহি, ‘দুই-তৃতীয়াংশ ভোট নিয়ে ২৬-এ আমরাই ফিরব..’, বললেন মমতা !

অপরদিকে, দলের রাশ তাঁরই হাতে, এদিন ফের বোঝালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ‘তৃণমূলের ছাত্র-যুব যাবতীয় শাখা সংগঠন এবং ব্লক কমিটি গঠনে তোড়জোড় শুরু করুন’, বিধায়কদের বললেন তৃণমূলনেত্রী, ৩টি করে নামের তালিকা জমা দিতে নির্দেশ। অরূপ বিশ্বাসের কাছে ৩টি করে নামের তালিকা জমা দিতে নির্দেশ।’বিধায়কদের নামের তালিকা জমা পড়লে তবে কমিটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত’।

আরও দেখুন



Source link