কলকাতা: বিধানসভায় বেনজির সংঘাত, বাইরে ধর্নায় শুভেন্দু, ভিতরে আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সঙ্গে জঙ্গি যোগের অভিযোগ শুভেন্দুর, পাল্টা চ্যালেঞ্জ তৃণমূল সুপ্রিমোর। জঙ্গি-যোগের অভিযোগ, শুভেন্দুর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে নালিশের হুঙ্কার। জঙ্গি-যোগের অভিযোগ প্রমাণ করতে পারলে পদত্যাগের চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর।
এদিন মমতা বলেন ‘বিরোধী দলনেতা যা অভিযোগ করেছেন, প্রমাণ করলে পদত্যাগ করব। আমাকে জঙ্গি নেতা বলেছেন, প্রধানমন্ত্রীকে চিঠি দেব।
আপনারা সীমান্তে উস্কানি দিয়েছেন, বিজেপিকে আক্রমণে মুখ্যমন্ত্রী। তৃণমূল সুপ্রিমো আরও বলেন, মনে রাখবেন বাংলা উত্তর পূর্বাঞ্চলের গেটওয়ে। কেন শিকল বেঁধে আনা হল, বলা হচ্ছে এটা প্রোটোকল। আপনি তো তখন ওখানে ছিলেন, একবারও স্বীকার করেছেন?’, আমেরিকা থেকে অবৈধ অভিবাসী প্রত্যপর্ণ নিয়ে মোদিকে নিশানা মমতার । ‘বলতে পারতেন, অবৈধভাবে কেউ ঢুকে থাকলে আমি আনব। আপনি দায়িত্ব নিলে তারা সম্মানের সঙ্গে ফিরে আসতে পারত। তা সত্ত্বেও আমরা কিছু বলিনি, কিন্তু আজ বলতে বাধ্য করছেন। জঙ্গিদের সঙ্গে যোগ করছেন, এর চেয়ে মৃত্যুও ভাল..’।
আরও পড়ুন, এবার ‘বাংলায় রাম মন্দির’, এই দিন থেকে রথযাত্রা, কোন জেলা থেকে শুরু ?
আরও দেখুন