NOW READING:
রাজ্যপালের মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ, ডিভিশন বেঞ্চে মুখ্যমন্ত্রী
July 25, 2024

রাজ্যপালের মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ, ডিভিশন বেঞ্চে মুখ্যমন্ত্রী

রাজ্যপালের মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ, ডিভিশন বেঞ্চে মুখ্যমন্ত্রী
Listen to this article


 CV Ananda Bose: রাজ্যপালের করা মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মুখ্যমন্ত্রী। কীভাবে মানহানি? অন্তর্বর্তী নির্দেশে ব্যাখ্যা না থাকার দাবি। কাল শুনানি। বাজেটে বৈষম্যের অভিযোগ, মোদি সরকারকে আক্রমণে অভিষেক । শরিকদের তুষ্ট করতে বাজেট মোদি সরকারের, আক্রমণে অভিষেক । ‘দেশবাসীর সঙ্গে প্রতারণা তোষণের রাজনীতি আর চলবে না’। ‘তৃতীয়বার মোদি সরকার, দেশ হারাল শিক্ষার অধিকার’ । ‘আচ্ছে দিন, সবকা সাথ, সবকা বিকাশের কথা বলে ক্ষমতায় এসেছিল বিজেপি”বাস্তব ছবিটা ঠিক উল্টো, বেকারত্ব থেকে বঞ্চনা, এটাই মোদি সরকারের গ্য়ারান্টি’ ‘এখন বিজেপির নীতি জো হামারা সাথ, হাম উনকা সাথ’শুভেন্দু মন্তব্য টেনে লোকসভায় বিজেপিকে নিশানা অভিষেকের। বাজেট নিয়ে তীব্র অসন্তোষ বিরোধীদের, সংসদের বাইরে বিক্ষোভ। ‘২০১৪ ক্ষমতায় আসার আগে বিজেপি আচ্ছে দিনের প্রতিশ্রুতি দিয়েছিল। এই বিজেপি প্রতারণা করেছে মানুষের সঙ্গে, কৃষকদের সঙ্গে। ABP Ananda Live  



Source link