<p><strong>কৃষ্ণেন্দু অধিকারী, দীপক ঘোষ ও শিবাশিস মৌলিক, কলকাতা:</strong> দুমাসের মধ্য়ে আইপ্য়াক নিয়ে সুরবদল। ডিসেম্বরে তৃণমূল বিধায়কদের সঙ্গে বৈঠকে, মমতা বন্দ্য়োপাধ্য়ায় নির্দেশ দিয়েছিলেন, সমীক্ষক সংস্থাকে গুরুত্বপূর্ণ তথ্য় দেবেন না। কিন্তু, বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের সভা থেকে, আইপ্য়াকের সঙ্গে সহযোগিতার বার্তা দিলেন তিনি। ২০২৬-এর বিধানসভা ভোটের আগে এই সুরবদল নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধীরা।</p>
<p>[yt]https://www.youtube.com/watch?v=pjfPcWmjtA4[/yt]</p>
<p>তৃণমূলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, ‘পিকের আইপ্য়াক এটা নয়। একটা নতুন টিম। সবাই জানে, এদের সহযোগিতা করতে হবে।’ আইপ্য়াক নিয়ে সুর বদল মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের।গতবছর ডিসেম্বরে, তৃণমূল বিধায়কদের সঙ্গে বৈঠকে তিনি বলেছিলেন, কোনও সমীক্ষক সংস্থা থেকে ফোন করলে, গুরুত্বপূর্ণ তথ্য দেবেন না। প্রয়োজনে ফোন ধরবেন না। যার ফলে প্রশ্ন উঠেছিল, তৃণমূল থেকে কি আইপ্য়াকের ‘প্য়াক আপ’ হয়ে গেল?বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর থেকে, সেই সংস্থার সঙ্গে সহযোগিতার বার্তা দিলেন তৃণমূলনেত্রী। যা দেখে অনেকে বলছেন, তাহলে কি ‘আইপ্য়াক’ ইজ ব্য়াক?</p>
<p>২০১৯ সালের লোকসভা ভোটে এরাজ্য়ে তৃণমূলের আসন কমে যাওয়ার পর আইপ্য়াকের সঙ্গে গাঁটছড়া বাঁধে তৃণমূল। এই সংস্থার তদানীন্তন প্রধান প্রশান্ত কিশোরকে নিয়ে নবান্নে গেছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। কিন্তু, ২০২২ থেকে ছবিটা পাল্টাতে শুরু করে। সেবছর পুরভোটের আগে সামনে চলে আসে তৃণমূলের জোড়া প্রার্থী তালিকা। একদিকে সাংবাদিক বৈঠক করে প্রার্থীতালিকা ঘোষণা করেন তৎকালীন মহাসচিব পার্থ চট্টোপাধ্য়ায়রা। <br /> <br />কিন্তু, তারপরই দলের অফিসিয়াল ফেসবুক পেজে আরেকটি প্রার্থী তালিকা প্রকাশিত হয়।এরপর থেকেই আইপ্য়াককে নিশানা করতে শুরু করেন তৃণমূল নেতারা।তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন,আজ আইপ্যাকের লোক কোথায়? আইপ্যাকের লোক কোথায়? যারা সব নাম গুঁজে গুঁজে দিয়ে ক্যান্ডিডেট করেছিল, তাদের জেতানোর জন্য নামুক, আইপ্যাক কোথায়? বাজারে তো আমাকেই হাঁটতে হচ্ছে, খাটতে হচ্ছে।</p>
<p> ২০২৪-এর লোকসভা ভোটে, এরাজ্য়ে তৃণমূলের ভাল ফলের পর আবার আইপ্য়াককে ধন্য়বাদ জানিয়েছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। কিন্তু, তারপর ডিসেম্বরেই বিধায়কদের সঙ্গে বৈঠকে, সমীক্ষক সংস্থাকে গুরুত্বপূর্ণ তথ্য় দিতে নিষেধ করেন তিনি। মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের এই মন্তব্য়ের পরই আইপ্য়াকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। তৃণমূল বিধায়ক ও প্রাক্তন পরিবহণমন্ত্রী মদন মিত্র বলেন, আমাদের পার্টিতে এসব ছিল না। আনারি টাকা-পয়সা লেনদেন। এই একটা এজেন্সি আমাদের পার্টিতে ঢুকল।<br /> <br />বৃহস্পতিবার মমতা বন্দ্য়োপাধ্য়ায়ই আবার সেই আইপ্য়াকের হয়ে সওয়াল করলেন। তৃণমূলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, বিজেপির নতুন কাজ অপারেশন, ওর যদি ৫০টি এজেন্সি থাকে, আমাদের একটা তো থাকবে কম করে, যারা দেখবে। ফিল্ড সার্ভে করবে। আপনার সঙ্গে মিলতে না পারে। কিন্তু তাদের যাওয়ার দরকার আছে। এদের নামে উল্টোপাল্টা বলা বন্ধ করুন। তার কারণ আপনাদের বুঝতে হবে, যে কাজটা সবাইকে মিলে একসঙ্গে করতে হবে। </p>
<p>আরও পড়ুন,<a title=" ‘টাকা তুলতে পারছিলেন না বৃদ্ধা, সাহায্যের জন্য এগিয়ে আসে প্রতারক..’ !" href="https://bengali.abplive.com/district/kolkata-news-mukundapur-atm-fraud-cause-1122490" target="_self"> ‘টাকা তুলতে পারছিলেন না বৃদ্ধা, সাহায্যের জন্য এগিয়ে আসে প্রতারক..’ !</a></p>
<p>সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য় সুজন চক্রবর্তী বলেন, ‘ক’দিন আগে যিনি বলেছিলেন, আইপ্য়াক আমার লাগে না। আইপ্য়াক প্য়াক প্য়াক। হঠাৎ আজ তিনি আবার আইপ্য়াকের নাম… পেশাদারি সংস্থা, আইপ্য়াকের প্রতীক জৈনের সঙ্গে মিটিং সব করে ফেললেন। হাল খুবই খারাপ। ধরা পড়ে গেছেন। সেই কারণে আইপ্য়াক প্য়াক প্য়াক বলা তিনি আবার এখন সবাইকে ডেকে নিয়েছেন।’ আগামী বছরই রাজ্য়ে বিধানসভা ভোট। তাতে যে আইপ্য়াককে সক্রিয় ভূমিকায় দেখা যাবে, তা স্পষ্ট। </p>
Source link
‘পিকের আইপ্য়াক এটা নয়, নতুন একটা টিম, সহযোগিতা করতে হবে..’, সুর বদল মমতার !
