NOW READING:
Mamata Banerjee-Lionel Messi: মেসি সই করে বিশ্বকাপের জার্সি পাঠালেন! ‘মায়েস্ত্রো’র আবেগে ভাসলেন উচ্ছ্বসিত মমতা…
March 20, 2025

Mamata Banerjee-Lionel Messi: মেসি সই করে বিশ্বকাপের জার্সি পাঠালেন! ‘মায়েস্ত্রো’র আবেগে ভাসলেন উচ্ছ্বসিত মমতা…

Mamata Banerjee-Lionel Messi: মেসি সই করে বিশ্বকাপের জার্সি পাঠালেন! ‘মায়েস্ত্রো’র আবেগে ভাসলেন উচ্ছ্বসিত মমতা…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লন্ডন সফরের ঠিক দু’দিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অসাধারণ উপহার পেলেন। কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি (Lionel Messi) সই করে বিশ্বকাপের জার্সি পাঠালেন মমতাকে। স্পোর্টস প্রমোটার শতদ্রু দত্ত (Satadru Dutta) গিয়েছিলেন আর্জেন্টিনায়, সেখানেই তিনি লিয়ো ও তাঁর বাবার সঙ্গে দেখা করেছিলেন। তখনই এই বিশেষ উপহার নিয়ে এসেছিলেন ভুবনজয়ী মহানক্ষত্রের থেকে। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

কলকাতার নবাব আলি পার্কে, দাওয়াত-ই-ইফতার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে মেসির জার্সি কাঠের বিরাট ফ্রেমে বাঁধিয়ে দেন শতদ্রু।  রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ছিলেন এই অনুষ্ঠানে। তিনি বলেন,’বাংলার জন্য আরও এক গর্বের মুহূর্ত, লিওনেল মেসি শুভেচ্ছা জানিয়ে তাঁর সই করা জার্সি, আর্জেন্টিনা থেকে মুখ্যমন্ত্রীকে পাঠিয়েছেন। আমরা তাঁকে ধন্যবাদ জানাই’। অতীতে ২০১৮ সালে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ সফলভাবে আয়োজনের জন্য মেসি বার্সেলোনার জার্সি পাঠিয়ে ছিলেন মমতাকে। 

জার্সি পেয়ে আবেগে ভাসছেন উচ্ছ্বসিত মমতাও। এক্স হ্যান্ডেলে জার্সির ছবি পোস্ট করে মমতা লেখেন, ফুটবল আমার শিরায় আবেগের মতো বইছে, ঠিক যেমন বাংলার প্রতিটি মানুষ যারা পাড়ার মাঠে বলে মেরেছে। আজ সেই আবেগই এক বিশেষ জায়গা করে নিয়েছে। কারণ আমি স্বয়ং লিওনেল মেসির স্বাক্ষরিত জার্সি পেয়েছি। ফুটবলের প্রতি ভালোবাসা আমাদের সকলকে বেঁধে রাখে। মেসি বলের শিল্পী, আমাদের সময়ের এক মায়েস্ত্রো, তাঁর উজ্জ্বলতার চেতনাকে মূর্ত করে। বাংলা তাঁর গুণমুগ্ধ। এই জার্সি বাংলা এবং এই সুন্দর খেলার মধ্যে অটুট সংযোগের প্রতীক।’

২০১১ সালে মেসি কলকাতায় এসেছিলেন। ভেনেজুয়েলার বিরুদ্ধে যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলে গিয়েছিলেন ফিফা প্রীতি ম্যাচ। আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে ওই ম্য়াচই মেসির প্রথম ম্যাচ। এরপরেই মেসি অ্যান্ড কোং কলকাতা থেকে উড়ে গিয়েছিল বাংলাদেশ। সেখানে আর্জেন্টিনা খেলেছিল নাইজেরিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচ। ফের একবার মেসির কলকাতায় আসা নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছে।

ঘটনাচক্রে শতদ্রুর হাত ধরে কলকাতায় একের পর এক ফুটবলবিশ্বের মহারথীরা এসেছেন। রিষড়ার বাঙুর পার্কের বাসিন্দার হাত ধরে পেলে (২০১৫, দ্বিতীয়বার কলকাতা সফর), দিয়েগো মারাদোনা, দুঙ্গা ও কাফু এসেছেন। অলিম্পিক্স সোনা জয়ী নীরজ চোপড়াকেও শহরে এনেছেন শতদ্রু। তিনিই মোহনবাগানে ক্লাবে নিয়ে এসেছিলেন বিশ্বকাপ জয়ী অর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজকে। কাতারে সোনার দস্তানা জয়ী এমি, শহরে এসে কথা দিয়ে গিয়েছিলেন যে, তিনি মেসিকে নিয়ে আসার চেষ্টা করবেন।

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী ভারতকে ৫৮ কোটি! ঋষভরা এক ম্যাচ না খেলেও বোর্ডের ধনবর্ষায়!

আরও পড়ুন: ফিরেই গোল করলেন ‘ক্যাপ্টেন ফ্যান্টাসটিক’, মলদ্বীপকে উড়িয়ে ৪৮৯ দিন পর জিতল ভারত!

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link