<p>ABP Ananda live: ‘কিছু লোকাল পুলিশের একাংশ সাহায্য করছে না’ । ‘নিচু লেভেলের কিছু অফিসার-কর্মী এবং পুলিশের কিছু লোক টাকা খেয়ে বালি-কয়লা-সিমেন্ট চুরিতে সাহায্য করছে’ । ‘বালি-পাথরের জায়গা টেন্ডার করে দাও’ । ‘রাজনৈতিক দলের লোক হলে আইনত জেলে পাঠানো হোক’ । ‘আমি এক টাকাও নিই না, অন্য কেউ নিলে ছাড়া কেন হবে ?’ । ‘দুর্নীতি করলে আমি বাঁচাব না’ । ‘বাংলায় পেঁয়াজ কেন বাইরে বিক্রি হবে, কেন নাসিক থেকে পেঁয়াজ আনতে হবে?’ ‘সব নাম ওদের দেওয়া, অথচ কাজ করছি আমরা’, কোন প্রসঙ্গে কেন্দ্রকে আক্রমণ মমতার? আবাস যোজনা নিয়ে ফের কেন্দ্রকে আক্রমণ মমতার। খুশির খবর, বাংলার কৃষকদের জন্য বড় ঘোষণা মমতার। লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান বাড়ানোর আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন বিজেপি সাংসদ। আর সেদিনই লক্ষ্মীর ভাণ্ডারে আরও নাম নথিভুক্ত হওয়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী। নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ডিসেম্বর মাসে নতুন করে ৫ লক্ষ ৭ হাজার মহিলাকে যুক্ত করা হল। এটা আজীবন পাবেন। বছরে ৬২৫ কোটি টাকা অতিরিক্ত খরচ হবে রাজ্যের। সংখ্যাটা হবে ২ কোটি ২১ লক্ষ। ১ ডিসেম্বর থেকে দেওয়া শুরু হবে।” </p>
Source link
কবে পাবেন প্রথম কিস্তির টাকা? বাংলার বাড়ি নিয়ে বড় ঘোষণা মমতার
Read Time:2 Minute, 2 Second