NOW READING:
দিল্লিতে নীতি আয়োগের বৈঠক ‘বয়কট’ মমতার ! গত বছর কথা বলতে না দেওয়ার অভিযোগ তৃণমূলের
May 24, 2025

দিল্লিতে নীতি আয়োগের বৈঠক ‘বয়কট’ মমতার ! গত বছর কথা বলতে না দেওয়ার অভিযোগ তৃণমূলের

দিল্লিতে নীতি আয়োগের বৈঠক ‘বয়কট’ মমতার ! গত বছর কথা বলতে না দেওয়ার অভিযোগ তৃণমূলের
Listen to this article


নয়াদিল্লি: গত বছরের নীতি আয়োগের বৈঠকে কথা বলতে না দেওয়ার অভিযোগ তৃণমূলের। মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগে মাঝ পথেই বৈঠক ত্যাগ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আর এবার বছর ঘুরতেই দিল্লিতে নীতি আয়োগের বৈঠক ‘বয়কট’ মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

আরও পড়ুন, ‘সন্ত্রাসবাদ পাগলা কুকুর হলে, পাকিস্তান তার লালনকারী..’ ! জাপানে গিয়ে ইসলামাবাদকে নিশানা অভিষেকের

নীতি আয়োগের বৈঠকে থাকলেন না এ রাজ্যের মুখ্যমন্ত্রী। সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে গরহাজির মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত গত বছরের নীতি আয়োগের সেই বৈঠকে মমতা বন্দ্য়োপাধ্য়ায় উপস্থিত ছিলেন। কিন্তু, মাঝপথেই সেই বৈঠক থেকে বেরিয়ে এসেছিলেন তিনি। অভিযোগ করেছিলেন, রাজ্য়ের কথা বলতে দেওয়া হয়নি তাঁকে। ৫ মিনিট বলার পরই তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই সময়ই তিনি জানিয়েছিলেন, যে আর কোনও নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন না।  তবে এবার শুধু এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাই নন, এই বৈঠকে অনুপস্থিত ছিলেন দেশের আরও ৪ টি রাজ্য বিহার, কর্ণাটক,কেরল এবং পুদুচেরির মুখ্যমন্ত্রী।

এদিন এই ইস্যুতে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন,  নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রীর অনুপস্থিতি, কার্যত পশ্চিমবঙ্গকেই পিছিয়ে দিল। ভুল বার্তা চলে গেল। অবশ্য মুখ্যমন্ত্রী হিসেবে নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার এটাই তাঁর (মমতা বন্দ্যোপাধ্যায়) শেষ সুযোগ ছিল।এরপর নতুন সরকার আসছে, নতুন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্ব করবেন। প্রধানমন্ত্রী টিম ইন্ডিয়ার কথা বলছেন, সবাই উপস্থিত থাকলে ভাল হত। কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তো, আগেরবারই ঘোষণা করে দিয়েছিলেন তিনি আর আসবেন না। তিনি সেদিন একটা অভিযোগ করেছিলেন। তিনি বলেছিলেন তাঁর বক্তব্য রাখবার সময় মাইক অফ করে দেওয়া হয়। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটাকে অস্বীকার করে।এবং মুখ্যমন্ত্রীর সমর্থনে অবিজেপি রাজ্যেরও কোনও প্রতিনিধি এই বক্তব্যের জন্য তাঁর পাশে এসে দাঁড়াননি। তাঁকে সমর্থন করেননি।’

সূত্র মারফৎ খবর, আজকের বৈঠকের বিষয় ২০৪৭-এ ‘বিকশিত ভারত’ গঠনের লক্ষ্যপূরণে ‘বিকশিত রাজ্য’ তৈরি। এবার নীতি আয়োগের বৈঠকে উন্নয়নের সওয়াল প্রধানমন্ত্রীর । ‘উন্নয়নের গতি বাড়াতে বাড়াতে হবে। কেন্দ্র ও সব রাজ্য একসঙ্গে টিম ইন্ডিয়ার মতো কাজ করলে কোনও লক্ষ্যই অসম্ভব নয়। প্রত্যেক ভারতীয়রই লক্ষ্য উন্নত ভারত। প্রত্যেক রাজ্য উন্নত হলে ভারত উন্নত হবে। এটাই ১৪০ কোটি ভারতবাসীর আশা’, নীতি আয়োগের দশম গভর্নিং কাউন্সিলের বৈঠকে মন্তব্য বার্তা মোদির।

আরও দেখুন



Source link