NOW READING:
‘বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশের একাংশ’, খোদ পুলিশমন্ত্রীর নিশানায় পুলিশ
November 21, 2024

‘বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশের একাংশ’, খোদ পুলিশমন্ত্রীর নিশানায় পুলিশ

‘বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশের একাংশ’, খোদ পুলিশমন্ত্রীর নিশানায় পুলিশ
Listen to this article



<p>ABP Ananda live: ‘কিছু লোকাল পুলিশের একাংশ সাহায্য করছে না’ ।&nbsp; ‘নিচু লেভেলের কিছু অফিসার-কর্মী এবং পুলিশের কিছু লোক টাকা খেয়ে বালি-কয়লা-সিমেন্ট চুরিতে সাহায্য করছে’ । ‘বালি-পাথরের জায়গা টেন্ডার করে দাও’ । ‘রাজনৈতিক দলের লোক হলে আইনত জেলে পাঠানো হোক’ । ‘আমি এক টাকাও নিই না, অন্য কেউ নিলে ছাড়া কেন হবে ?’ । ‘দুর্নীতি করলে আমি বাঁচাব না’ । ‘বাংলায় পেঁয়াজ কেন বাইরে বিক্রি হবে, কেন নাসিক থেকে পেঁয়াজ আনতে হবে ?’ । ‘দালালরা সমাজকে শেষ করছে, আর ভাগ দিচ্ছে অনেককে’ । ‘অ্যান্টি করাপশন ব্যুরোকে আরও শক্তিশালী করতে হবে’ । ‘কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নিতে হবে’ । ‘আমি পুরো সিআইডির খোলনলচে বদলে দেব’, মন্তব্য মমতার। রাজ্যে একের পর এক ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন শাসকদলেরই নেতা-মন্ত্রীরা। এবার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন। তাঁর দাবি, পুলিশের একাংশ এবং সিআইএসএফ দুর্নীতির সঙ্গে যুক্ত। তারা টাকা খায়, আর দোষ হয় তৃণমূল নেতাদের।</p>



Source link