জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘ইউক্রেনে যখন যুদ্ধ হচ্ছিল, তখন আমি আমার রাজ্যের পড়ুয়াদের নিয়ে এসেছিলাম’। তৃণমূলের মেগা মিট থেকে অনুপ্রবেশ নিয়ে বিজেপিকে নিশানা করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘আজকে অন্য দেশ অনুপ্রবেশকারী বলে হাতে পায়ে শিকল পড়িয়ে তাড়িয়ে দিচ্ছে। কেন ভারত সরকার বলছে না, আমার দেশের লোককে আমি সসম্মানে নিয়ে আসব। কেন পারেন না? লজ্জা করে না’?
আরও পড়ুন: Mamata Banerjee | TMC Mega Meet: মেগা মিটে ভোটে রিগিংয়ের ভয়ংকর অভিযোগ মমতার! ভোটার লিস্ট নিয়ে কড়া নির্দেশ…
ঘটনাটি ঠিক কী? দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্টের কুর্সিতে ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট পদে শপথ নিয়েই দেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের বের করে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। ফলে কার্যত রাতারাতি আমেরিকা ছাড়তে হয়েছে বহু ভারতীয়কে। তাঁদের রীতিমতো হাতে-পা শিকল বেঁধে বিমান চাপিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছে ট্রাম্প প্রশাসন।
মমতা বলেন, ‘ইলেকশন যতো এগিয়ে আসবে এজেন্সির তৎপরতা তত বাড়বে। ইলেকশন আসলেই মনে পড়ে তৃণমূলের কাকে কাকে চার্জশিট দিতে হবে, চোর বলা হবে, জেলে ভরা হবে। জেলে তো ভরেছেন অনেককেই। কিন্তু একটাও কি প্রমাণ করতে পেরেছেন? এতদিনে আরজি কেস সলভ করতে পারেননি! কেসের পর কেস চলছে, কোন মুখে কথা বলেন? আমাদের ৯৭ টা সোশ্যাল সিকিউরিটি স্কিম রয়েছে। কিন্তু আপনারা এগুলোর কথা বলেন না। তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে মিথ্যা কেস দেয়’।
তৃণমূলনেত্রীর আরও বক্তব্য, ‘মমতা ব্যানার্জি সাম্প্রদায়িক? বলল, মমতা বন্দ্যোপাধ্যায় সবে বরাতে দুই দিন ছুটি দিয়েছে। ওরা জানে না একদিন ছিলো সবে বরাতের ছুটি আর একদিন ছিল পঞ্চানন বর্মার জন্মদিন। ওরা পঞ্চানন বর্মা কে চেনে না আর ভোটের সময় রাজবংশী দের কাছে যাবে ভোট চাইতে। ভোটের সময় মতুয়া, আর ভোট মিটলে ফতুয়া। বিশ্বকর্মা পুজোয় হাফ ছুটি থাকে। কোনও ছুটি বাতিল করা হয়নি। একজন কর্মী নোটিশ করেছিল, তাকে সাসপেন্ড করা হয়েছে’। সঙ্গে সতর্কবার্তা, ‘আমার গলা নকল করে আমার কথা বলে আপনাকে শোনালো হল। আপনারা ক্রশ চেক করে নেবেন। কখনও আমার নাম ভাঙিয়ে, কখনও অভিষেকের নাম ভাঙিয়ে এসব করা হয়। সব রটনা কিন্তু ঘটনা নয়। ওদের প্রচুর এআই এজেন্সি দিয়ে এসব ওরা করে’।
আরও পড়ুন: Mamata Banerjee on I-PAC: ‘আই প্যাক-এর নামে অপপ্রচার চলছে, ওদের সঙ্গে নিয়েই কাজ করতে হবে…’
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)