NOW READING:
মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও পদ আঁকড়ে পানিহাটি পুরসভার চেয়ারম্যান!
March 12, 2025

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও পদ আঁকড়ে পানিহাটি পুরসভার চেয়ারম্যান!

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও পদ আঁকড়ে পানিহাটি পুরসভার চেয়ারম্যান!
Listen to this article



<p>ABP Ananda Live: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও পদ আঁকড়ে পানিহাটি পুরসভার চেয়ারম্যান! মাঠ-দখল বিতর্কে পানিহাটি পুরসভার চেয়ারম্যানের ইস্তফায় নাটকীয় মোড়! মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে ইস্তফা, ফের উল্টো সুর পানিহাটির পুরপ্রধানের! রাতে ববির বাড়িতে গিয়ে ইস্তফার চিঠি, সকালে ফের অবস্থান বদল! ‘এখনই ইস্তফা নয়, পুরমন্ত্রীর মাধ্যমে চিঠি দিয়েছি মুখ্যমন্ত্রীকে, অপেক্ষায় আছি’। অমরাবতী মাঠ বিতর্কে ইস্তফার বদলে এখনও পদে থাকতে অনড় পুরপ্রধান । পুরসভার মদতে প্রায় ৮৩ বিঘা জমিতে প্রোমোটার-রাজ, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও পদ আঁকড়ে পানিহাটি পুরসভার চেয়ারম্যান!&nbsp;</p>
<p><strong>বিজেপি-তৃণমূল মিলে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক খেলা খেলছে’, শুভেন্দুর বিরুদ্ধে থানায় কংগ্রেস নেতা</strong></p>
<p>তৃণমূলের সংখ্যালঘু বিধায়কদের শুভেন্দু অধিকারীর হুমকির ঘটনায় থানায় কংগ্রেস নেতা! চাকুলিয়া থানায় বিরোধী দলনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের আলি ইমরান রামজের। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে উস্কানির অভিযোগে থানায় কংগ্রেস নেতা। ‘কেন শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করে গ্রেফতার করবেন না মুখ্যমন্ত্রী ?’ ভোট ভাগাভাগির রাজনীতির অভিযোগে মমতা-শুভেন্দুকে একযোগে আক্রমণ কংগ্রেস নেতার।</p>



Source link