# Tags
#Blog

Mamata Banerjee: ‘একমাস পেরিয়ে গিয়েছে এবার পুজোয় ফিরুন, উত্‍সবে ফিরুন! আর CBI-কে বলব…’

Mamata Banerjee: ‘একমাস পেরিয়ে গিয়েছে এবার পুজোয় ফিরুন, উত্‍সবে ফিরুন! আর CBI-কে বলব…’
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আর জি কর কাণ্ডের প্রেক্ষিতে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি এবং প্রতিবাদ কর্মসূচি রাজ্যের চিকিৎসা ব্যবস্থায় প্রভাব ফেলেছে। তাই প্রশানসিক বৈঠক থেকে জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে অনুরোধ মমতা বন্দ্যোপাধ্যায়ের। এমনকী মুখ্যমন্ত্রী বলেন, আপনাদের কোনও অভিযোগ থাকলে বা কিছু বলার থাকলে আলোচনার জন্য আসতে পারেন।

আরও পড়ুন, RG Kar Case in SC: ‘মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে কাজে ফিরতে হবে’, প্রতিবাদী ডাক্তারদের নির্দেশ শীর্ষ আদালতের

তারপই আন্দোলনকারীদের উদ্দেশে মমতা বললেন, ‘প্রতিদিন রাতে আপনারা যদি রাস্তায় থাকেন, অনেক মানুষের তো সমস্যা হয়। অনেক এলাকায় অনেক বয়স্ক মানুষ আছেন। আলো লাগালে, তাঁদের ঘুমের সমস্যা হয়। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নিয়মও রয়েছে রাত ১০টার পর মাইক বাজানো নিয়ে। তা সত্ত্বেও তো আমরা সব ছেড়ে দিয়েছি। এক মাস তো হয়ে গেল। আমি অনুরোধ করব, পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। সিবিআইকে অনুরোধ করব, তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন।’

প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ১ মাস তো হয়ে গেল। আজ ৯ তারিখ। এক মাস এক দিন। ৩১-এ মাস গিয়েছে। আমি অনুরোধ করব, পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। আর সিবিআইকে বলব তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন। এটা তো এখন আপনাদের হাতে আমাদের হাতে নেই। এখন সাজা পুরো সিবিআইয়ের হাতে। নির্যাতিতার পরিবারকে বিচার দিন। বাংলার নামে বদনাম হচ্ছে। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়েছে। এখান থেকে পড়াশোনা করে, খেয়েদেয়ে মানুষ হয়ে বাইরে গিয়েছে। তারা গিয়ে বাংলার একতরফা কথা শুনে বদনাম করছে। বাংলাদেশের পরে এই সুযোগটা নিচ্ছেন তো? বাংলাদেশ অন্য রাষ্ট্র, ভারত আলাদা। মাথায় রাখতে ভুলে যাচ্ছেন। এখানে বাংলাদেশ হবে না। 

চিকিৎসকের ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে রাজ্য সরকারের তরফের দেওয়া পুজোর অনুদান ফিরিয়ে দেওয়ার ঘোষণা করেছে বেশ কিছু পুজো কমিটি। অনুদান ফিরিয়ে দেওয়া নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘যারা নেবেন না নেবেন না। নিশ্চয়ই তাদের অনুদান ছাড়া পুজো করার  ক্ষমতা আছে। লিস্টে তো অনেক নাম রয়েছে তাদের দিয়ে দিন।’ 

আরও পড়ুন, SSC Recruitment Scam: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইডির দিল্লি তলবকে চ্যালেঞ্জ! ‘সুপ্রিম ধাক্কা’ অভিষেক-রুজিরার

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal