NOW READING:
Mamata Banerjee: আজ রাজ্যে পূর্ণ দিবস ছুটি ঘোষণা মমতার | ABP Ananda live
August 8, 2024

Mamata Banerjee: আজ রাজ্যে পূর্ণ দিবস ছুটি ঘোষণা মমতার | ABP Ananda live

Mamata Banerjee: আজ রাজ্যে পূর্ণ দিবস ছুটি ঘোষণা মমতার | ABP Ananda live
Listen to this article



ABP Ananda Live: প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, আজ রাজ্যে পূর্ণ …

source

30 Comments
    @sangitabarman1736

    সব অফিস ও স্কুল কলেজ তো খোলা আছে এখন ও পর্যন্ত।।
    কি ভাবে পূর্ণ দিবস ছুটি পালিত হল।।😂
    এটা বিরোধী দলের সরকার।
    তাই এই রকম হল।

    @DineshMandal-v3f

    দিদি, আমরা যারা প্রাইভেট সংস্থায় রয়েছি আমরা তো এখনো কাজবাজ করছি

    @limoarho3394

    বলছি বিজেপির কোনো নেতাকে শ্রদ্ধা জানাতে দেখলাম না তো। কি ব্যাপার?? সামান্য সৌজন্যতা দেখানোর culture ও কি নেই নাকি ওদের। লজ্জা লজ্জা

    @Joydev-commerce

    পূর্ণ দিবস কাকে বলে সেটাও নিশ্চয়ই জানেন না CM, ১১.৩০ এ information distribute হলে কি ভাবে পূর্ণ দিবস হয়?

    @bikashhalder2666

    ছটি ঘোষণা হলো শুধু সরকারি কর্মীদের জন্য অভাগা বেসরকারিদের ছুটি বলে কিছুই হয় না😢

    @chandansarkar4060

    ওনার জন্যই বুদ্ধদেব ভট্টাচার্য অসুস্থ হয়েছিলেন। বাংলাকে শেষ করে এখন নাটক করছেন । অশিক্ষিত মুখ্যমন্ত্রী শিক্ষিত মুখ্যমন্ত্রীর কাছে প্রায়শ্চিত্ব করতে এসেছে?

    @tanmoydas5320

    বিভাগীয় অর্ডার বেলা ১২ টার পর হলে কিভাবে পূর্ণ দিবস ছুটি হয়? রসিকতারও সীমা থাকা উচিত।

    @hsm8403

    এত রাগ লাগে কিছু বলার নাই , এত ছুটির মানে কি ?

    @hsm8403

    এত রাগ লাগে কিছু বলার নাই , এত ছুটির মানে কি ?

    @AnimeshChakraborty-qv3jh

    অনেক স্কুলে নবম দশম শ্রেণীর পরীক্ষা শেষ হয় দুটো তিরিশ মিনিটে। ফলে পূর্ণ দিবস ছুটি প্রহসন

    @AnimeshChakraborty-qv3jh

    একটি পরীক্ষা শেষ হলে ২০মিনিট পরে আবার অন্য একটি পরীক্ষা আরম্ভ হয়।

    @soumyabag1442

    একটা সাদা রক্ত মাখা ধুতি জন্য রাজ্যে একদিন ছুটি?আসলে পাপ ধুতে আসা।

    @SumanDas1990

    খুব দরকার ছিল এই কর্মঠ মানুষের মহাপ্রয়ান এর দিনে ছুটি ঘোষণা করার। ধন্যবাদ মাননীয়া। বাড়িতে গিয়ে বালিশে মুখ গুঁজে কাঁদতে সুবিধে হবে।

    @rajibpanja9549

    বুদ্ধ ভট্টাচার্যের মতো মানুষ প্রয়োজন, শুধু বামপন্থী দলে নয়, সমস্ত রাজনৈতিক দলে। প্রণাম। 🙏

    মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একজন সংবেদনশীল মানুষ। বিরোধীপক্ষের কেউ অসুস্থ হলে বা মৃত্যু হলে তিনি সব কাজ ফেলে ছুটে যান, এই ব্যাপারে তার কোনো ছুতমার্গ নেই। তার অনেক দোষের মধ্যে এটা তার উজ্জ্বলতম গুণ। এটা অনস্বীকার্য।
    তিনি একজন ভালো মানুষ। শুধু সরকারকে কড়া হাতে দুর্নীতিমুক্ত করতে পারলে এবং শিল্প আনতে পারলেই তিনি সম্পূর্ণ সফল হবেন।

Leave a Reply