<p>ABP Ananda live: মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে নবান্নে বৈঠক। ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ায় দিঘায় জগন্নাথ মন্দরের উদ্বোধন। জগন্নাথ মন্দিরের ট্রাস্টি বোর্ড গঠন নিয়ে নবান্নে বৈঠক।</p>
<h1 class="abp-article-title"> </h1>
<p><strong> ওয়াকফ-অশান্তিতে তপ্ত মুর্শিদাবাদ,উদ্বেগ প্রকাশ করলেন প্রধান বিচারপতি</strong></p>
<p>কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার যে সংশোধিত ওয়াকফ আইন এনেছে, তার বিরোধিতায় সুপ্রিম কোর্টে ৭৩টি মামলা দায়ের হয়েছে। বুধবার সেই নিয়ে প্রাথমিক শুনানি চলাকালীন একেবারে শেষ পর্বে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদের অশান্তির প্রসঙ্গ ওঠে আদালতে। CJI তাতে বলেন, "ওয়াকফ নিয়ে এখনও পর্যন্ত যা যা হয়েছে, তার মধ্যে হিংসা নিয়েই সবচেয়ে বেশি উদ্বিগ্ন আমি। মামলাটি বিচারাধীন রয়েছে। সবদিক খতিয়ে দেখা হচ্ছে। <a title="সুপ্রিম কোর্ট" href="https://bengali.abplive.com/topic/supreme-court" data-type="interlinkingkeywords">সুপ্রিম কোর্ট</a>ই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। তাই এই ধরনের ঘটনা ঠিক নয়।" (Supreme Court)</p>
<p>মুর্শিদাবাদের প্রসঙ্গ উঠলে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, "অনেকে মনে করে হিংসা ছড়িয়ে চাপ সৃষ্টি করা যাবে।" এর পাল্টা অভিজ্ঞ আইনজীবী কপিল সিব্বল জানতে চান, "কারা চাপ তৈরি করছে?" সেই আবহে CJI খন্না বলেন, "আইনের ভাল দিকও আছে। সেগুলি সামনে আসা উচিত। আমরা সিদ্ধান্ত নেব।"</p>
Source link
সকালে ইমাম-মোয়াজ্জেমদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে জগন্নাথ মন্দির নিয়ে বৈঠক
