# Tags
#Blog

মালদায় TMC নেতা খুনে গ্রেফতার ৪, আটক এক, ১০ দিনেরও বেশি সময় ধরে ঘাঁটি গেড়েছিল দুষ্কৃতীরা !

মালদায় TMC নেতা খুনে গ্রেফতার ৪, আটক এক, ১০ দিনেরও বেশি সময় ধরে ঘাঁটি গেড়েছিল দুষ্কৃতীরা !
Listen to this article


মালদা: মালদায় তৃণমূল নেতা খুনে গ্রেফতার ৪, আটক ১।  ধৃতদের মধ্যে ২ জন সুপারি কিলার, উদ্ধার ৫টি আগ্নেয়াস্ত্র। ধৃতদের মধ্যে ২ জন বিহারের বাসিন্দা। রীতিমতো রেকি করে তৃণমূল জেলা সহ সভাপতিকে খুন। ১০ দিনেরও বেশি সময় ধরে মালদায় ঘাঁটি গেড়েছিল দুষ্কৃতীরা। দুলাল সরকারের গতিবিধির ওপর নজর রাখছিল দুষ্কৃতীরা। কে বা কারা দিয়েছিল খুনের সুপারি? রাজনৈতিক কারণে খুন না অন্য কোনও কারণ? 

মালদায় প্রকাশ্য়ে গুলিতে ঝাঁঝরা তৃণমূল নেতা! তৃণমূল জেলা সহ সভাপতিকে তাড়া করে পরপর গুলি। দোকানে ঢুকে দুলাল সরকারকে গুলি করে খুন। সিসি ক্য়ামেরায় হাড় হিম করা ছবি। তৃণমূল নেতাকে লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি, দাবি প্রত্যক্ষদর্শীদের। নিহত দুলাল সরকার তৃণমূলের মালদা জেলার সহ সভাপতি। ইংরেজবাজার পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও ছিলেন। নিহত তৃণমূল নেতার স্ত্রীও কাউন্সিলর। 

আরও পড়ুন, নতুন বছরে পেট্রোলের দরে প্রায় ১ টাকা মূল্যবৃদ্ধি রাজ্যের একাধিক জেলায় ! আজ জ্বালানি ভরাতে খরচ কত ?

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal