মালদায় TMC নেতা ‘খুনে’ নিরাপত্তা বাড়ল রাজ্যের মন্ত্রীর, আতঙ্কে শাসকদলের নেতা-নেত্রীরা !
মালদা: মালদায় তৃণমূল নেতা দুলাল সরকার খুনের ঘটনার পর নিরাপত্তা বাড়ানো হল রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেনের, অন্যদিকে আতঙ্কে ভুগছে শাসকদলের নেতা-নেত্রীরাও। তৃণমূলে গোষ্ঠী কোন্দল। মোটা টাকা খাওয়া নিয়ে কোন্দল। এবার বিরোধীদের মন্তব্যকে সমর্থন করে বিস্ফোরক মন্তব্য তৃণমূলেরই সাধারণ সম্পাদক তথা মালদা জেলা পরিষদ সদস্যের।
তৃণমূল নেতা বুলবুল খানের বক্তব্য, তৃণমূলের মধ্যে যে গোষ্ঠী কোন্দল রয়েছে, বিরোধীদের এই অভিযোগকে তিনি সমর্থন করেন। এমনিতেই মালদায় আতঙ্কে ভুগছেন নেতারা। বিশেষ করে বিহার লাগোয়া এলাকা হরিশ্চন্দ্রপুরে আতঙ্ক আরও বেড়েছে। এই এলাকারই বাসিন্দা প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের নিরাপত্তা আরও বেড়েছে। এই নিয়ে এই এলাকার অন্য নেতা-নেত্রীদের ক্ষোভ আর ভয় দুই বেড়েছে। হরিশ্চন্দ্রপুর ১ ব্লক সভাপতি তথা জেলা পরিষদ সদস্যা মর্জিনা খাতুনের বক্তব্য, তিনি খুব আতঙ্কে আছেন। নিরাপত্তারক্ষীর জন্য আবেদন করে ছিলাম জেলা পুলিশ সারা দেয়নি। শুধু মন্ত্রীর নিরাপত্তা বেড়েছে শুনেছি। শাসকদলকে আক্রমণ করেছে বিজেপি, সিপিএম। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
আরও পড়ুন, ১ কোটির টার্গেট, অর্ধেকের আগেই আটকে গেল বঙ্গ BJP
আরও দেখুন