NOW READING:
কালিয়াচকে তৃণমূল কর্মী মর্মান্তিক মৃত্যুতে এখনও গ্রেফতারি শূন্য
January 15, 2025

কালিয়াচকে তৃণমূল কর্মী মর্মান্তিক মৃত্যুতে এখনও গ্রেফতারি শূন্য

কালিয়াচকে তৃণমূল কর্মী মর্মান্তিক মৃত্যুতে এখনও গ্রেফতারি শূন্য
Listen to this article


ABP Ananda Live: মালদার কালিয়াচকে দিনে-দুপুরে, জনবহুল এলাকায় পাথর দিয়ে মাথা থেঁতলে, গুলি করে খুন করা হয়েছে তৃণমূল কর্মীকে। গুরুতর জখম হয়েছেন তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখ ও তাঁর ভাই প্রাক্তন পঞ্চায়েত প্রধান এসারউদ্দিন শেখকে। এই ঘটনায় ১০ জনকে আটক করেছে কালিয়াচক থানার পুলিশ। CC ক্যামেরার ফুটেজ দেখে আরও ৬ জনকে শনাক্ত করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত গ্রেফতারি শূন্য।

ভয়ানক ! আরও হেলে পড়েছে বাঘাযতীনের বহুতল, বাড়ি ছাড়তে হচ্ছে পাশের বাড়ির বাসিন্দাদেরও

তাসের ঘরের মতো ভেঙে পড়েছে বহুতল। মাথার ছাদ নিয়ে অনিশ্চয়তায় একাধিক পরিবার। ক্রমেই বিপদ বাড়ছে বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনির বাসিন্দাদের। ক্রমেই আরও হেলে পড়ছে বহুতল। তাতেই রাতের ঘুম উড়েছে ভেঙে পড়া বহুতলের পাশের বাড়িটির বাসিন্দাদের। তাঁদের অভিযোগ, আরও হেলে পড়ছে বহুতল। যে কোনও মুহূর্তে তা ধসে পড়তে পারে পাশের বাড়িটির উপর। তাই এই শীতে বাড়ি ছেড়ে রাস্তায় বাস করতে হচ্ছে পাশের বাড়ির মানুষদেরও। 

বহুতল দুর্ঘটনাক পর থেকেই আশেপাশের বাসিন্দারা আতঙ্কিত। যে কোনও মুহূর্তে চারতলা বহুতল হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে পাশেরটির উপর । মঙ্গলবার থেকেই বহুতল ভেঙে ফেলার কাজ শুরু করেছে কলকাতা



Source link