দুষ্কৃতীর হাত থেকে যদি পালিয়ে যেতেন TMC নেতা দুলাল সরকার ? রেডি ছিল হাড় হিম করা ‘প্ল্যান B’ !
করুণাময় সিংহ,মালদা: তৃণমূল নেতা দুলাল সরকার খুনের ঘটনায় বিহার থেকে আরও এক শার্প শ্যুটারকে গ্রেফতার করল পুলিশ। গোয়েন্দা সূত্রে খবর, পূর্ণিয়ার বাসিন্দা মহম্মদ আসরারকে অপারেশনের প্ল্যান বি-তে রাখা হয়েছিল। হামলাকারীরা কোনও কারণে দুলাল সরকারকে খুনে ব্যর্থ হলে, আসরারের উপরেই দায়িত্ব ছিল তৃণমূল নেতার মৃত্যু নিশ্চিত করার।
মালদায় তৃণমূলের দাপুটে নেতা ও জেলা সহ সভাপতি দুলাল সরকার খুনের ঘটনায়, বিহারের বাসিন্দা আরও এক শার্প শ্যুটারকে গ্রেফতার করল পুলিশ। ধৃত মহম্মদ আসরার বিহারের পূর্ণিয়ার বাসিন্দা। আর তাকে জেরা করেই উঠে এল চাঞ্চল্যকর তথ্য! নতুন বছরের শুরুতে মালদার মহানন্দা পল্লিতে দুষ্কৃতীদের হাতে খুন হন তৃণমূল নেতা দুলাল সরকার। কিন্তু কী হত, যদি এই দুষ্কৃতীরা দুলাল সরকারকে খুন করতে না পারত?
যদি কোনওরকমভাবে দুষ্কৃতীর হাত থেকে পালিয়ে যেতে পারতেন তিনি? পুলিশ সূত্রে দাবি, এখানেই প্ল্যান B রেডি ছিল ধৃত মহম্মদ আসরার। তদন্তকারীরা বলছেন, গোটা অপারেশন পর্বে ব্যাক আপ কিলারের ভূমিকায় ছিল মহম্মদ আসরার। দুষ্কৃতীরা যখন দুলাল সরকারকে তাড়া করে গুলি করছে, তখন আলাদা একটি বাইকে ছিল বছর বাইশের এই শার্প শ্যুটার।হামলাকারীরা ব্যর্থ হলে, আসরে নামত মহম্মদ আসরার। কারণ টোটোর শোরুমের বাইরে, রাস্তায় বাইক স্টার্ট করে দাঁড়িয়েছিল সে।
দুলাল সরকার খুনের পর ২ সপ্তাহের বেশি অতিক্রান্ত। তৃণমূলের জেলা সহ সভাপতি খুনের ঘটনায় গ্রেফতার হয়েছেন দলেরই টাউন সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি। কিন্তু পুলিশ ছবি প্রকাশ করে ২ লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণার পরেও, এখনও অধরা অন্যতম দুই অভিযুক্ত কৃষ্ণ রজক ওরফে রোহন এবং বাবলু যাদব। শুক্রবার মালদা গিয়ে SP অফিসে বৈঠক করেছিলেন রাজ্য পুলিশের DG রাজীব কুমার। কথা বলেন নিহত তৃণমূল নেতা দুলাল সরকারের স্ত্রী চৈতালি সরকারের সঙ্গে। আর তারপরেই তৃণমূল নেতা খুনের ঘটনায় গ্রেফতার হল আরও এক শার্প শ্যুটার।
আরও পড়ুন, জুয়ার আসরে ‘হানা’, ধরপাকড় করতেই পুলিশকে হাসপাতালে পাঠাল অভিযুক্তরা !
মালদা জেলা তৃণমূল সভাপতি দুলাল সরকার খুনের ঘটনায় শহর তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি সহ এই নিয়ে মোট ৮ জনকে গ্রেফতার করল পুলিশ।নতুন বছরের শুরুতেই তৃণমূল বনাম তৃণমূল লড়াইয়ে দাপুটে নেতা খুন । কালিয়াচকে তৃণমূল কর্মী আতাউল হককে থেঁতলে খুন। এই দুই ঘটনাকে ঘিরে তোলপাড়ের আবহে, সোমবার সন্ধেয় মালদা পৌঁছনোর কথা মুখ্যমন্ত্রীর। বুধবার সরকারি সহায়তা প্রদানের একটি অনুষ্ঠানে অংশ নিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও দেখুন