করুণাময় সিংহ এবং অনির্বাণ বিশ্বাস, মালদা: দুলাল সরকারের বাড়ির কাছে বসেই খুনের পরিকল্পনা? নিহত তৃণমূল নেতার বাড়ি থেকে ৫০ মিটার দূরে অন্যতম অভিযুক্তের বাবলু যাদবের বাড়ি। দুলালের বাড়ি থেকে ৩০০ মিটার দূরে থাকত আরেক অভিযুক্ত কৃষ্ণ রজক
দুলাল সরকারের বাড়ির কাছে বসেই খুনের পরিকল্পনা? এবার এই প্রশ্নই উঠছে। কারণ, নিহত তৃণমূল নেতার বাড়ি থেকে মেরেকেটে ৫০ মিটার দূরে অন্যতম অভিযুক্ত বাবলু যাদবের বাড়ি। দুলাল সরকারের বাড়ি থেকে ৩০০ মিটার দূরে ইংরেজবাজারের রেলওয়ে ব্যারাক কলোনিতে থাকত আরেক অভিযুক্ত কৃষ্ণ রজক ওরফে রোহন। রোহনের ভাই অমিত, যাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে, সে থাকত দুলাল সরকারের বাড়ি থেকে ২০০ মিটার দূরে ঝলঝলিয়া রেলওয়ে কলোনিতে। পুলিশের অনুমান, তৃণমূল নেতার বাড়ির কাছে মহানন্দা পল্লিতে বসেই খুনের ছক কষা হয়েছিল। দুলালের গতিবিধির ওপর নজর রাখতে করা হয়েছিল রেকি। খুনের পর থেকেই ফেরার রোহন ও বাবলু। তদন্তকারীরা মনে করছেন, অন্যতম দুই ষড়যন্ত্রীকে গ্রেফতার করলেই মিলবে বড় মাথার খোঁজ। বাবলু ও রোহনের হদিশ পেতে ইতিমধ্যেই তাদের ছবি প্রকাশ করে ২ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে মালদা জেলা পুলিশ।
আরও পড়ুন: Ranigunj Hospital Chaos:শিশুর জন্মের পর মায়ের মৃত্যু, হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ রানিগঞ্জে
আরও দেখুন
+ There are no comments
Add yours