<p><strong>কলকাতা:</strong> মালদায় সিভিক ভলান্টিয়ারের মারধরের ছবি নিয়ে বিতর্ক তুঙ্গে। এর আগেও বারবার বিতর্কে জড়িয়েছে সিভিক ভলান্টিয়াররা। দুবছর আগে রাজ্য় পুলিশের তরফে নির্দেশিকা জারি করে বলা হয়, আইন শৃঙ্খলাজনিত কোনও দায়িত্বপূর্ণ কাজ সিভিক ভলান্টিয়ারকে দেওয়া যাবে না। তারপরও সেই কাজে দেখা গেছে সিভিক ভলান্টিয়ারদের। সিভিক নিয়ে বিভিন্ন সময়ে কড়া পর্যবেক্ষণ দিয়েছে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট। তবে তারপরও সিভিক আছে সিভিকেই। </p>
<p>ফের সিভিক ভলান্টিয়ারের দাদাগিরির অভিযোগ। এবার মালদায়। এটা অবশ্য় প্রথমবার নয়। এর আগেও বারবার নানা অপরাধে জড়িয়েছে সিভিক ভলান্টিয়ারদের একাংশের নাম। তার মধ্য়ে সাম্প্রতিককালের সবথেকে বড় ঘটনা আর জি কর-কাণ্ড। ২০২৪-এর ৯ অগাস্ট, আর জি কর হাসপাতালে কর্মরত তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায়, যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে সঞ্জয় রায়ের। যিনি সেই সময় কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার ছিলেন। এই আর জি কর মামলার শুনানিতেই <a title="সুপ্রিম কোর্ট" href="https://bengali.abplive.com/topic/supreme-court" data-type="interlinkingkeywords">সুপ্রিম কোর্ট</a>ের তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় মন্তব্য় করেন, এটা একটা সুন্দর ব্যবস্থা (সিভিক ভলান্টিয়ার) যেখানে, রাজনৈতিক মদতপুষ্টদের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নিযুক্ত করা হচ্ছে।<strong><u><br /></u></strong><br />২০২১ সালে ছিনতাইকারী সন্দেহে এক্সাইড মোড়ে রাস্তায় ফেলে যুবককে মারতে দেখা যায় এক সিভিক ভলান্টিয়ারকে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, ওই যুবকের বুকে বুট পরা পা তুলে দেন সিভিক ভলান্টিয়ার। ছাত্রনেতা আনিস খানের রহস্য়মৃত্য়ুতেও গ্রেফতার হয়েছিল এক সিভিক ভলান্টিয়ার। সেই সংক্রান্ত মামলায় হাইকোর্টে দাঁড়িয়ে তৎকালীন অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় নিজের ব্যক্তিগত মত হিসাবে বলেছিলেন, রাজ্য জুড়ে সিভিক নিয়োগ বন্ধ রাখা উচিত। <br /><br />সিভিক পুলিশদের একাংশের আচরণ নিয়ে প্রশ্ন, সমালোচনা, বিতর্ক হয়েছে বিস্তর। এই প্রেক্ষিতে, ২০২৩ সালে <a title="কলকাতা হাইকোর্ট" href="https://bengali.abplive.com/topic/calcutta-high-court" data-type="interlinkingkeywords">কলকাতা হাইকোর্ট</a>ের নির্দেশে সিভিক ভলান্টিয়ারদের ভূমিকা নিয়ে সার্কুলার জারি করে রাজ্য পুলিশ। যেখানে স্পষ্ট বলা ছিল, ট্রাফিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে পুলিশকে সহযোগিতা করবেন সিভিক ভলান্টিয়াররা। বিভিন্ন উৎসবে ভিড় সামলাতে, বেআইনি পার্কিং রুখতে, মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে সিভিক ভলান্টিয়াররা পুলিশের সাহায্যকারীর ভূমিকায় থাকবেন। তবে আইন শৃঙ্খলাজনিত কোনও দায়িত্বপূর্ণ কাজ সিভিক ভলান্টিয়ারকে দেওয়া যাবে না। পুলিশ সূত্রে খবর, এই মুহূর্তে রাজ্য় পুলিশে মোট পুলিশকর্মীর সংখ্য়া, ৭৯ হাজার, ৩২ জন। সেখানে সিভিক ভলান্টিয়ারের সংখ্য়াটা ১ লক্ষ ২৪ হাজার। ২০২৩ সালে একটি মামলায় বিচারপতি <a title="রাজাশেখর মান্থা" href="https://bengali.abplive.com/topic/rajasekhar-mantha" data-type="interlinkingkeywords">রাজাশেখর মান্থা</a> বলেছিলেন, পুলিশে স্থায়ী নিয়োগ না হওয়াতে নির্ভর করতে হচ্ছে সিভিক ভলান্টিয়ারদের ওপর। </p>
<p>কিন্তু, এর কয়েকমাসের মধ্য়ে পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বে মুর্শিদাবাদের ডোমকল, রানিনগর থেকে পূর্ব বর্ধমানের কেতুগ্রামে অশান্তি থামাতে পুলিশের সঙ্গেই দেখা যায় সিভিক ভলান্টিয়ারদের। লাঠি হাতে, আইনশৃঙ্খলা রক্ষা করতেও দেখা যায় তাদের প্রায় একই সময়ে ভাঙড় যখন অশান্ত, সেখানে সেখানে পুলিশের উর্দিতে দেখা যায় সিভিক ভলান্টিয়ারদের। ক্য়ামেরা দেখেই এদিক-ওদিক পালাতে শুরু করেন উর্দির আড়ালে থাকা সিভিকরা। কেউ আবার দোকানের ভিতর ঢুকে নিজেকে আড়াল করার চেষ্টা করে। ২০২৪ সালের ১ জুলাই ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে গন্ডগোল বাধলে সেখানে লাঠিচার্জ করতেও দেখা যায় সিভিক ভলান্টিয়ারকে। </p>
<p><strong>আরও পড়ুন: <a title="Bratya Basu Poster Controversy: ‘WANTED, সন্ধান পেলে স্থানীয় পুলিশ স্টেশনে জানান’ ব্রাত্যর ছবি দিয়ে SFI-এর পোস্টার" href="https://bengali.abplive.com/district/jadavpur-university-chaos-sfi-bratya-basu-poster-controversy-1123780" target="_self">Bratya Basu Poster Controversy: ‘WANTED, সন্ধান পেলে স্থানীয় পুলিশ স্টেশনে জানান’ ব্রাত্যর ছবি দিয়ে SFI-এর পোস্টার</a></strong></p>
Source link
বারবার বিতর্কে, কেন এত বেপরোয়া সিভিক ভলান্টিয়ার? মালদাকাণ্ডে ফের প্রশ্ন
