NOW READING:
গোষ্ঠীদ্বন্দ্বেই মালদায় তৃণমূল নেতা খুন? গ্রেফতার আরেক তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি
January 8, 2025

গোষ্ঠীদ্বন্দ্বেই মালদায় তৃণমূল নেতা খুন? গ্রেফতার আরেক তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি

গোষ্ঠীদ্বন্দ্বেই মালদায় তৃণমূল নেতা খুন? গ্রেফতার আরেক তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি
Listen to this article


করুণাময় সিংহ এবং ময়ূখ ঠাকুর চক্রবর্তী, মালদা: মালদায় তৃণমূল নেতা খুনে এবার গ্রেফতার তৃণমূল নেতা। তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারিকে গ্রেফতার করল পুলিশ। দুলাল সরকার খুনে তৃণমূল নেতা-সহ গ্রেফতার করা হয়েছে আরও ২ জনকে। 

এবার গ্রেফতার তৃণমূল নেতা: মালদার তৃণমূল নেতা খুনে গ্রেফতার হলেন তৃণমূল নেতাই। ধৃত নরেন্দ্রনাথ তিওয়ারি তৃণমূলের ইংরেজবাজার শহর সভাপতি ও ইংরেজবাজার পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর। নরেন্দ্রনাথ ছাড়াও স্বপন শর্মা নামে আরেক জনকে গ্রেফতার করেছে মালদা জেলা পুলিশ। মালদার জেলা সহ সভাপতি দুলাল সরকার খুনে এখনও পর্যন্ত ২ শার্প শ্যুটারকে গ্রেফতার করা হয়েছে। তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি ও তাঁর দুই ভাই বীরেন্দ্রনাথ ও অখিলেশকে ইংরেজবাজার থানায় গতকাল বেলা ১২টা থেকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। ২২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় তৃণমূলের শহর সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে। ২০২২-এর পুরসভা ভোটের পর নরেন্দ্রনাথ, তাঁর ভাই-সহ বেশ কয়েকজনের ওপর হামলার অভিযোগ ওঠে দুলাল গোষ্ঠীর বিরুদ্ধে। সেই পুরনো শত্রুতার জেরেই কি খুন হলেন দুলাল সরকার? উত্তর খুঁজছে পুলিশ।                                         

এখনও পর্যন্ত তৃণমূল নেতাকে খুনের ঘটনায় ৭জনকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও এখনও অধরা বাবলু যাদব, রোহন রজক নামে দু’জন। যাদের অন্যতম ষড়যন্ত্রী বলে দাবি করছে পুলিশ। ইতিমধ্যেই, মালদা জেলা পুলিশের তরফে এই ২ জনের সন্ধান পেতে ২ লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছে। কিন্তু যেভাবে তদন্ত চলছে, তাতে খুশি নয় নিহতের পরিবার থেকে স্থানীয় তৃণমূলের একাংশ। সবার একটাই প্রশ্ন, তৃণমূল নেতা খুনের নেপথ্যে ‘আসল মাথা’ কে? আসল মাথাদের আড়াল করা হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন নিহত তৃণমূল নেতার স্ত্রী চৈতালি সরকার। যিনি নিজেও তৃণমূল কাউন্সিলর। এর আগে তিনি বলেন,  “এক দুদিনের মধ্য়ে যে আসল দোষী, তাকে বার করবে। কাউকে লুকোনোর চেষ্টা কোনও প্রলোভনে কোনও ক্ষমতার … যেন না করে। কাজ শেষ হবে তারপরে অবশ্য়ই আমার নেত্রীর কাছে আমি পৌঁছব, আমি আমার কথা বলব।”

আরও পড়ুন: Sonarpur Oil Controversy: বাড়িতে কালো তরলের স্রোত, জৈব তেলের স্তর, অনুমান বিশেষজ্ঞদের

আরও দেখুন



Source link